ডিএমপির ৩ কর্মকর্তাকে বদলি

 যুগান্তর প্রতিবেদন 
২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ পিএম  |  অনলাইন সংস্করণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে অন্যত্র পদায়ন করা হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

পদায়ন করা পুলিশ কর্মকর্তারা হলেন— উত্তরা বিভাগের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ রাইসুল ইসলামকে সচিবালয়-নিরাপত্তা বিভাগে, একই স্থানের সহকারী কমিশনার মো. রওশন আলীকে রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টারে (অ্যাডমিন) এবং ডিবি গুলশানের সহকারী কমিশনার জ্যোতির্ময় সাহাকে উত্তরা বিভাগের উত্তরা জোনে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: চাঁপাইয়ে ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

এর আগে ডিএমপির বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন