Logo
Logo
×

রাজধানী

তুরাগে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ফেরিওয়ালা গ্রেফতার

Icon

তুরাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:২৮ পিএম

তুরাগে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ফেরিওয়ালা গ্রেফতার

প্রতীকী ছবি

রাজধানীর তুরাগে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ভাঙারি ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তুরাগ থানাধীন রাজউক ৩য় প্রকল্পের ১৭ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শফিকুল কুড়িগ্রামের নাগেশ্বরী থানাধীন চরবল রামপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। সে তুরাগসহ আশপাশের বিভিন্ন স্থানে ঘুরে ভাঙারি কেনাবেচা করত। তুরাগের পাকুরিয়া এলাকার নুরুর বাড়ির ভাড়াটিয়া সে।

জানা যায়, গত সোমবার দুপুর আড়াইটার দিকে শিশুটির মা নিজ চায়ের দোকানে থাকাকালে ওই শিশুকে কৌশলে ঘরের পাশের একটি কুমড়া ক্ষেতে ডেকে নিয়ে যায় শফিকুল। এ সময় ধারালো বঁটি দেখিয়ে শিশুটিকে আতঙ্কিত করে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে মা ছুটে এলে পালিয়ে যায় সে।

তুরাগ থানার ওসি রাহাৎ খান যুগান্তরকে বলেন, গ্রেফতার শফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ধর্ষণ তুরাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম