Logo
Logo
×

রাজধানী

যমুনা ফিউচার পার্কে জমজমাট ঈদ শপিং

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:০০ পিএম

যমুনা ফিউচার পার্কে জমজমাট ঈদ শপিং

সিয়াম সাধনার মাসের দশ দিন ইতোমধ্যে অতিবাহিত হয়েছে। ঈদের দিন নতুন জামা-কাপড় পরার পাশাপাশি আনন্দ ভাগাভাগি করে নিতে বাঙালি মুসলমান আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে নতুন জামা, কাপড়, জুতা উপহার দিয়ে থাকে। দেশি-বিদেশি সব ব্র্যান্ড একসঙ্গে থাকায় ক্রেতার পছন্দের শীর্ষে দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্ শপিংমল যমুনা ফিউচার পার্ক। তাই ঈদ ঘিরে সব শ্রেণির ক্রেতারা ভিড় করছেন এই শপিংমলে। এক শোরুম থেকে আরেক শোরুম ঘুরে কিনছেন পছন্দের পোশাক। তবে শীতাতপ নিয়নি্ত্রত সুবিশাল এই শপিংমলে ভিড় থাকলেও রোজা রেখে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন। এছাড়া এক ছাদের নিচে পোশাক ছাড়াও গয়না, কসমেটিকস, ক্রোকারিজ, জুতা, পারফিউমসহ সব ধরনের পণ্য থাকায় ঈদ ঘিরে যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা বেশ জমজমাট। 

শনিবার সরকারি ছুটি থাকায় সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা শুরু হয় যমুনা ফিউচার পার্কে। বিকালে শপিংমলের প্রবেশ মুখেই দেখা যায় গাড়ির লম্বা সারি। সন্ধ্যায় অনেকে শপিংমলের ফুডকোর্টে ইফতার সেরে আবার কেনাকাটায় মেতে ওঠেন। এরপর ইফতার শেষে ফের ঢল নামে আস্থার শপিংমল যমুনা ফিউচার পার্কে। অনেক রাত পর্যন্ত চলে কেনাকাটা। এ সময় যমুনা ফিউচার পার্কের মেট্রো ফ্যাশন, দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যাযান্ড হুর, ইনফিনিটি, কে ক্রাফট, অঞ্জনস, আড়ং, টুয়েলভ, রেড, জেন্টল পার্ক, টিন'স ক্লাব, প্লাস পয়েন্ট, কান্ট্রি বয়, রেঞ্জ, সিক্স লাইফ স্টাইল, লা রিভ, আর্টিসানসহ বিভিন্ন পোশাকের ব্র্যাযান্ড ও আউটলেটগুলোতে প্রচুর ক্রেতা সমাগম দেখা যায়।

 

বিকালে ইনফিনিটির আউটলেটে কেনাকাটা করছিলেন গুলশান-২ থেকে আসা নাজমুল হক। তিনি যুগান্তরকে বলেন, যমুনা ফিউচার পার্ক আমার পছন্দের শীর্ষে। কারণ এখানে এক ছাদের নিচে সব ব্র্যাযান্ডের পণ্য মেলে। এছাড়া এখানে বড় পরিসর থাকায় ক্রেতার ভিড় থাকলেও অস্বসি্ত লাগে না। স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যায়। তাই পরিবারের সবাই মিলে ছুটির দিন কেনাকাটা করতে এসেছি। ঈদের অনেক শপিং ইতোমধ্যে সেরে নিয়েছি।

 

উত্তরা থেকে আসা কাজমি হক বলেন, চাকরিজীবী হিসাবে ঈদের বোনাস ইতোমধ্যে পাওয়ায় পরিবার-পরিজনের জন্য কেনাকাটা করেছি যমুনা ফিউচার পার্ক থেকেই। আজ এসেছি নিজের জন্য ঈদের পোশাক কিনতে। যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে আসি কারণ এখানে সবকিছু সুলভ মূল্যে সাধ্যের মধ্যে পাওয়া যায়। ঈদের জন্য সালোয়ার কামিজ কিনেছি। আর সারা বছর অফিসে যাতায়াতের জন্য কিছু ড্রেস কিনেছি।

এদিন যমুনা ফিউচার পার্কের বিভিন্ন আউটলেটে গিয়ে দেখা যায়, শুধু ক্রেতা আর ক্রেতা। আছে শিশুরাও। যার যার পছন্দ অনুযায়ী পোশাক কিনছেন।

যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। ঈদ ঘিরে যমুনা ফিউচার পার্কে ২০০০ টাকার কেনাকাটা করে কোটি টাকার উপহার জেতার সুযোগ করে দিয়েছে। এ অফারের আওতায় শপিংমলের যে কোনো শোরুম থেকে সর্বনম্নি ২ হাজার টাকার কেনাকাটা করলেই থাকছে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। ক্রেতারা যাতে সহজে উপহার পেতে পারেন, সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। পণ্য ক্রয়ের রসিদ নিয়ে সেখানে থাকা কিউআর কোড দিয়ে তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন।

শনিবার যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ড. মোহাম্মদ আলমগীর আলম তিন বিজয়ীকে উপহার হিসাবে ফ্রিজ এবং দুটি টিভি তাদের হাতে তুলে দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম