Logo
Logo
×

রাজধানী

ডিজে সোহেল গ্রেফতার

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:৩৩ পিএম

ডিজে সোহেল গ্রেফতার

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের আলোচিত রনি হত্যা মামলার আসামি সোহেল ওরফে ডিজে সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে শনিবার দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শাহআলী থানা পুলিশ। 

জানা গেছে, গত ১৭ মার্চ মাদকের টাকা ভাগাভাগি নিয়ে শাহআলী থানাধীন রাসেল পার্কের সামনে রনি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই সোহেল ওরফে ডিজে সোহেলসহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর শাহআলী থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় সোহেলকে ৩ নম্বর আসামি করা হয়। সোহেলের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও একাধিক মাদক মামলা রয়েছে। তিনি শাহআলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।নাচ গানে জড়িত থাকায় এই মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা ডিজে সোহেল বলেই চেনেন। হত্যা মামলার পরই গাঁ ঢাকা দেন ডিজে সোহেল। অবশেষে পুলিশের জালে আটকা পড়েন তিনি।

শাহআলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গতকাল (শনিবার) ঢাকার কেরানীগঞ্জ থেকে সোহেলকে গ্রেফতার করা হয়েছে। তিনি রনি হত্যা মামলার আসামি। আজ (রোববার) ২ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম