Logo
Logo
×

রাজধানী

উত্তরায় ফ্যাসিবাদের প্রতীকি দাহ, জুতা নিক্ষেপ

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৫০ এএম

উত্তরায় ফ্যাসিবাদের প্রতীকি দাহ, জুতা নিক্ষেপ

রাজধানীর উত্তরায় ফ্যাসিবাদের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও দাহের মধ্য দিয়ে শেষ হল নববর্ষ ১৪৩২ এর আনুষ্ঠানিকতা।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় ফ্যাসিবাদের প্রতীক হিসেবে হাসিনার মুখাবয়ব পোড়ায় স্থানীয় ছাত্র-জনতা। এ সময় হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে স্লোগান দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন আয়োজক কমিটির সদস্যরা।

রাতে ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানোর বিষয়ে জুলাই রেভ্যুলেশন অ্যালেয়েন্স সদস্য ও কারুশিল্পী শিবলী হাওলাদার যুগান্তরকে জানায়, প্রতিকীটি দিয়াবাড়ির ফাঁকা স্থানে পোড়ানো হয়েছে। ফ্যাসিবাদের প্রতি ঘৃণাই ছিল এই কর্মসূচির একমাত্র লক্ষ্য।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নববর্ষকে কেন্দ্র করে ফ্যাসিস্ট হাসিনার ডাইনি মুখাবয়ব রাতের আঁধারে পুড়িয়ে দেয়ার ঘটনায় উত্তরার মুগ্ধ মঞ্চে একরাতের ব্যবধানে ১২ ফুট উচ্চতার ফ্যাসিবাদবাদবিরোধী ডাইনি মুখাবয়ব তৈরি করে উত্তরার ছাত্র-জনতা।

নববর্ষ উপলক্ষে দিনভর উত্তরার বিভিন্ন স্থানে ওই প্রতিকৃতি লুঙ্গি মিছিলের মাধ্যমে ফ্যাসিবাদের ওই প্রতীকি প্রদর্শিত হয়। রাতে উত্তরার দিয়াবাড়ির খালি জায়গায় প্রতিকৃতিটি দাহ করেন স্থানীয়রা।

এর আগে সন্ধ্যায় উত্তরা ৭ নম্বর সেক্টর সংলগ্ন শহিদ মুগ্ধ মঞ্চের সামনে ঘৃণা স্বরূপ ফ্যাসিবাদি হাসিনার ওই প্রতীকিতে গণজুতা নিক্ষেপ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম