Logo
Logo
×

রাজধানী

ঢাকায় পাকিস্তান দিবস অভ্যর্থনা অনুষ্ঠানে ৪ শতাধিক অতিথি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পিএম

ঢাকায় পাকিস্তান দিবস অভ্যর্থনা অনুষ্ঠানে ৪ শতাধিক অতিথি

পাকিস্তানের ৮৫তম জাতীয় দিবসটি জাঁকজমকপূর্ণ ও উৎসাহের সাথে উদযাপন উপলক্ষে গত রাতে বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাই কমিশন এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই অভ্যর্থনা অনুষ্ঠানে ৪০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন কূটনৈতিক কোরের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সম্প্রদায়, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ এবং বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি প্রবাসীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।


হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং প্রধান অতিথি ড. চৌধুরী রফিকুল আবরার স্বীয় বক্তব্যে বাণিজ্য, যোগাযোগ, সাংস্কৃতিক সংযোগ এবং জনগণ টু জনগণের মধ্যে মত বিনিময়ের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সাম্প্রতিক ইতিবাচক গতি ধারার প্রশংসা করেন।

প্রধান অতিথি তার স্বীয় পক্ষ হতে এবং বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে পাকিস্তানের জনগণ ও সরকারকে পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে উষ্ণ অভিনন্দন জানান।

অনুষ্ঠানে পাকিস্তানের সকল অঞ্চলের শিল্পীদের পরিবেশিত প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। শিল্পীরা তাদের পরিবেশনে পাকিস্তানের সমৃদ্ধ বৈচিত্র্য, বর্ণিল ঐতিহ্য এবং সাংস্কৃতিক সম্প্রীতি সুন্দরভাবে তুলে ধরেন। 


অনুষ্ঠানে ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্রকাশিত পাকিস্তানের ভ্রমণ ও পর্যটন বিষয়ক একটি কফি টেবিল বই ‘পাকিস্তান: পর্বত থেকে সমুদ্র’-এর মোড়ক উন্মোচন করা হয়। হাইকমিশনার বইটিকে বাংলাদেশের জনগণের জন্য একটি উপহার হিসেবে বর্ণনা করে আশা প্রকাশ করেন যে, এটি বাংলাদেশি পাঠকদের পাকিস্তানের অত্যন্ত সুন্দর ভূ-দৃশ্য, সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত সংস্কৃতি অন্বেষণে অনুপ্রাণিত করবে।

হাইকমিশনার জাতীয় দিবস উদযাপনে যোগদানের জন্য প্রধান অতিথি, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক সম্প্রদায়, গণমাধ্যমের সদস্য, পাকিস্তানি প্রবাসী এবং অন্যান্য সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম