Logo
Logo
×

রাজধানী

ডেমরায় রাজউকের অভিযান

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ পিএম

ডেমরায় রাজউকের অভিযান

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন নকশাবহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক। বুধবার দুপুরে হাজিনগর এলাকায় রাজ‌উকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পরিচালক মো‌হাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নির্মাণাধীন তিনটি ভবনের কাজ বন্ধ করা হয়। এর মধ্যে দুটি নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

রাউজক সূত্রে জানা যায়, অভিযানে ক্ষণিকালয় ও আইয়ুব এন্টারপ্রাইজ নামে দুটি নির্মাণাধীন বহুতল ভবনকে যথাক্রমে এক লাখ এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ওই দুই ভবনের দেওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।

রাজ‌উকের অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন, ‘ভবন মালিকরা রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় করে ১০ ও ৭ তলা ভবন নির্মাণ করেছে। অভিযানকালে ভবন মালিকরা তাদের নির্মাণ অনুযায়ী যথোপযুক্ত রাজ‌উকের প্রমাণাদি দেখাতে পারেননি। ’

জরিমানাপ্রাপ্ত ক্ষণিকালয় ভবনের পরিচালক মো. হাফিজ আহমেদ পাটোয়ারী বলেন, ‘টাকা ছাড়া রাজ‌উকে কোনো প্ল্যান পাস হয় না। এক একটি প্ল্যান পাস করতে ২০ থেকে ২৫ লাখ টাকা নেওয়া হয়। আর রাজ‌উকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আমরা কাজ করছি। ৫ আগস্টের পর নতুন নিয়ম বানিয়েছে রাজউক। বিগত দিনে এ অঞ্চলের কোনো ভবন মালিক রাজউকের নিয়ম অনুযায়ী কাজ করেনি।’

ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদার বলেন,‘ বিগত দিনে রাজধানীতে যত ভবন নীতিমালা ভঙ্গ করে নির্মিত হয়েছে সেগুলোর ব্যবস্থা সরকার নিবে। বর্তমানে ভবন নির্মাণে কোনো প্রকার ও নিয়ম দুর্নীতি চলবে না। আমরা সরেজমিন দেখেছি, ভবন নির্মাণকারীরা নিয়ম বহির্ভূতভাবে সড়কে নির্মাণ সামগ্রী রেখে মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। আর ভবন নির্মাণে রাজউকের কোনো প্রকার নীতিমালা মানছে না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম