রাজধানীতে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে শিশুকে হত্যার অভিযোগ

মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে আবু বক্কর সিদ্দিক নামে ৪ বছরের এক শিশুকে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মিরপুর ১১ নম্বর ‘এ’ ব্লকের একটি মোটরসাইকেলের গ্যারেজে মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে।এ ঘটনায় গ্যারেজের মিস্ত্রি আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পল্লবী থানায় একটি মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আবু বক্করের বড়ভাই জিহাদ মিরপুর ১১ নম্বরের বাউনিয়াবাঁধে বিসমিল্লাহ হোন্ডা গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করেন।বাসায় কেউ না থাকায় জিহাদ তার ছোটভাই আবু বক্কর সিদ্দিককে সঙ্গে নিয়ে গ্যারেজে যায়। কাজের এক ফাঁকে জিহাদকে গ্যারেজের মালিক সুজন ও রাতুল চায়ের দোকানে চা আনতে পাঠায়। জিহাদ তার ছোটভাই আবু বক্করকে গ্যারেজে রেখে চা আনতে যায়।পরে চা দোকান থেকে ফিরে এসে দেখে তার ছোটভাই আবু বক্কর গ্যারেজের কমপ্রেসার মেশিনের পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। তার পায়ুপথ দিয়ে রক্ত ও নাক মুখ দিয়ে বমি বের হচ্ছে। জিহাদ গ্যারেজের মালিককে জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে ভিকটিমের পায়ুপথ দিয়ে হাওয়া দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে।পরবর্তীতে গ্যারেজের মালিক সুজন, রাতুল, আকাশ ও রাজু গুরুতর অবস্থায় শিশু আবু বক্করকে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় গতকাল (মঙ্গলবার) রাতেই আকাশ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।