
প্রতীকী ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরে কুরবানির ঈদে কসাইয়ের কাজ ভাগাভাগি নিয়ে পুরনো বিরোধের জেরে দুই কসাইকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে নবীনগর এলাকার আল ফারুক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. আরিফ হোসেন (৩০) নামে এক কসাইকে আটক করা হয়েছে। জব্দ করা
হয়েছে তার কাছ থেকে একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল।
আহতরা হলেন মো. শিমুল (২৬) ও সুমন (৪০)। এর মধ্যে শিমুলকে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে এবং সুমনকে কুড়ারঘাট সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে দুজনই
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
আহত শিমুলের বড় ভাই মো. গিয়াস উদ্দিন জানান, প্রতি বছর কুরবানি ঈদে তিনি,
শিমুল, সুমন ও আরও একজন মিলে কসাইয়ের দল গঠন করে কাজ করেন। ২০০৫ সালে আরিফকে দলে যোগ
দিতে বললে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং সেখান থেকেই বিরোধের শুরু।
গিয়াস উদ্দিন জানান, এবারের ঈদেও কাজ না পেয়ে আরিফ ক্ষুব্ধ ছিলেন। ঘটনার
দিন সকালে শিমুল ও সুমন নাস্তা করতে গেলে ওৎ পেতে থাকা আরিফ তাদের ওপর অতর্কিত হামলা
চালায়। এতে শিমুলের বাম কাঁধে গুরুতর জখম হয়। পরে হাসপাতালে তার কাঁধে ২১টি সেলাই দেওয়া
হয়। সুমন হামলা প্রতিহত করতে গিয়ে ডান হাতের কব্জি ও বাম কানের নিচে জখম হন। তাদের
সঙ্গে থাকা আলমগীর (৫০) পালিয়ে প্রাণে রক্ষা পান।
পরে স্থানীয়রা হামলাকারী আরিফকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। খবর
পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে হেফাজতে নেয় এবং অস্ত্র দুটি
জব্দ করে।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার এসআই শেখ লুৎফর রহমান বলেন,
‘ঘটনার পরপরই আরিফ হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা
নেওয়া হচ্ছে।’