Logo
Logo
×

রাজধানী

কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১১:০১ এএম

কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

ফাইল ছবি

রাজধানীর মালিবাগে পারিবারিক কলহের জেরে আয়েশা আক্তার (২৬) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৪ জুলাই) বিকালে মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনের ৩০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

আয়েশার স্বামী মো. মফিজ জানান, তিনি নিরাপত্তাকর্মীর কাজ করেন। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর তিনি বাসা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর খবর পান যে আয়েশা কীটনাশক পান করেছেন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। দ্রুত বাসায় ফিরে স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি। সন্ধ্যা ৬টার দিকে ঢামেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মফিজ আরও জানান, তাদের একটি দুই মাস বয়সি কন্যা সন্তান রয়েছে। আয়েশার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার রামগঞ্জ গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম