Logo
Logo
×

রাজধানী

রাজধানীর খিলক্ষেত থেকে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৬:৪৯ পিএম

রাজধানীর খিলক্ষেত থেকে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন। গতকাল (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় শনিবার (৫ জুলাই) খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিখোঁজ মুশফিকুর রহমানের পরিবার। মুশফিকুরের ছোট ভাই জিয়াউর রহমান এই জিডি করেন।

জিডি সূত্রে জানা গেছে, ব্যাংক কর্মকর্তা মুশফিকুর খিলক্ষেতের পর্ব নামাপাড়া ছোট ভাই জিয়াউর রহমানের বাসা থেকে ৪ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে জুমার নামাজ পড়ার উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গত শুক্রবার জুমার নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হন ব্যাংক কর্মকর্তা মুশফিকুর। এরপর থেকে তিনি নিখোঁজ। তার সন্ধানে পুলিশ কাজ করছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

খিলক্ষেত থানার ওসি মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম