Logo
Logo
×

রাজধানী

আশুরায় ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের সমাবেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম

আশুরায় ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের সমাবেশ
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকায় সমাবেশ ও মানববন্ধন করেছে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন বাংলাদেশ।

রোববার সংগঠন দুটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইনসানিয়াতের চেয়ারম্যান ইমাম হায়াত দশ মহররম শাহাদতে কারবালা দিবসকে ইমানি অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান ঈমানি জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহাশাহাদত বলে উল্লেখ করেন।

তিনি বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর ইমাম হোসেন (রা.)-এর অতুলনীয় মহান শাহাদতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদতের সম্মিলিত পূর্ণ মর্ম।

আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণপ্রিয় আহলে রাসুল ইমান-দ্বীনের প্রাণ ও হকের মানদণ্ড, তাদের ভালোবাসা ও সম্পর্কই আল্লাহতাআলা এবং তার হাবিব (মহানবী সা.) এর ভালোবাসা ও সম্পর্ক এবং তাদের শত্রুতা ও বিচ্ছিন্নতাই আল্লাহতাআলা ও তার হাবিবের শত্রুতা ও বিচ্ছিন্নতা।

তিনি বলেন, কাফের এজিদ কর্তৃক কারবালায় ইমাম হোসেন (রা.) ও পবিত্র আহলে রাসুলের শাহাদত- ইমান ও জীবনের বিপরীত বস্তুবাদি গোত্রবাদি কুফরি চেতনার গ্রাস থেকে সত্যের কালেমার তাওহিদ রিসালাতভিত্তিক ইমানি সত্তা-চেতনা-জাতীয়তা ও বস্তুবাদের ঊর্ধ্বে মানবসত্তা ও মানবাধিকার রক্ষার শাহাদত।

তিনি বলেন, এ শাহাদত মোয়াবিয়া এজিদ চক্রের উমাইয়া গোত্রবাদি স্বৈরদস্যুতন্ত্র মুলুকিয়াতের ধ্বংসাত্মক গ্রাস থেকে সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতাভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত রক্ষার মহান শাহাদত।

তিনি বলেন, কোনো বাতিল-জালেম-অপশক্তি ও তাদের স্বৈরদস্যুতার সমর্থক না হয়ে আত্মিক ও রাজনৈতিক সব দিকে হকের এ শাহাদতের দিশার ভিত্তিতে চলাই ইমানি জীবন। যা কিছু থেকে মুক্তির জন্য ও যা কিছু রক্ষা এবং প্রতিষ্ঠার জন্য এ শাহাদত, সে আমানত রক্ষা করে চলাই কালেমার অঙ্গীকার ও ইমানি কর্তব্য।

ইমাম হায়াত বলেন, এ শাহাদতের দিশা হারিয়ে ফেলা ইমান-দ্বীন-স্বাধীনতা-অধিকার হারিয়ে ফেলা এবং এ শাহাদতের লক্ষ্য বাস্তবায়নেই দ্বীন-মিল্লাত-মানবতার অস্তিত্ব ও মুক্তি এবং বিজয় নিহিত। বাতিল মত-পথ-মুলুকিয়াতের সহযোগী হয়ে এবং লক্ষ্যহীন নিছক আনুষ্ঠানিকতায় এ শাহাদত দিবস পালনের স্বার্থকতা নেই।

তিনি সমাবেশে ইসলামের অস্তিত্বের এ ইমানি শাহাদত নিয়ে বাতিল শিয়াবাদের বিকৃতি ও ধোকা এবং মোয়াবিয়া এজিদপন্থি বাতিল খারেজিদের বিকৃতি ও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম