Logo
Logo
×

কর্পোরেট নিউজ

আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডসে এআইইউবির সাফল্য

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডসে এআইইউবির সাফল্য

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা ‘টেক উইং’ বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডসে ‘বিজনেস সার্ভিসেস (স্টুডেন্ট বিভাগ)’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।

এআইইউবির ‘টেক উইং’ দলের সদস্যরা হলেন কিয়াস মাহমুদ, মো. মারুফ হোসেন মুন্না এবং সাইদা শাকিরা আক্তার। তাদের উদ্ভাবনী প্রকল্প ‘হাইব্রিড ফ্রড শিল্ড’ অনলাইন আর্থিক প্রতারণা সনাক্ত ও প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে তৈরি করা হয়েছে।

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ১৮ অক্টোবর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি)। 

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রযুক্তি উদ্ভাবন ও তরুণ উদ্ভাবকদের সাফল্য উদযাপন করা হয়। প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন এআইইউবির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. আফরোজা নাহার এবং সহকারী অধ্যাপক নুজহাত তাবাসসুম। তাদের দিক নির্দেশনায় শিক্ষার্থীরা এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন, যা তাৎক্ষণিকভাবে অনলাইন লেনদেনের প্রতারণা শনাক্ত করে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

এআইইউবির ‘টেক উইং’ দলের সদস্যরা তাদের প্রকল্পটি আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপনের জন্য অংশ নেবেন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডসে, যা অনুষ্ঠিত হবে ৪ থেকে ৮ ডিসেম্বর। 

এই অর্জন এআইইউবি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা দেশের তরুণ প্রজন্মের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা যোগ করবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম