Logo
Logo
×

কর্পোরেট নিউজ

সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন স্কুলের ১২৫ বছর পূর্তি

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০১:১২ পিএম

সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন স্কুলের ১২৫ বছর পূর্তি

সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন। ছবি: যুগান্তর

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত প্রাচীন বিদ্যাপীঠ সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) দিনব্যাপী আলোচনা সভা, কেক কাটা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির নবীন-প্রবীণ শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যসহ হাজার হাজার লোক অংশ নেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অব.) মো. হাফিজ উল্লাহ, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল এসজিপিএম, বিপিএম, পিএসসি অধিনায়ক এইচএস সাজ্জাদ, এ্যাসরোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুল ইসলাম মনির (সিআইপি), বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কুমার রায়, মো. জাকির হোসেন।                              

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার (সোনারগাঁও) ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব আল-আমিন তুষার, যমুনা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আমির হোসেন স্মীথ, নারায়ণগঞ্জ জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে তোলেন- দেশবরেণ্য খ্যাতিমান সঙ্গীত শিল্পী কনক চাপা, ক্লোজআপ ওয়ান তারকা সালমা, রিপন খানসহ বিভিন্ন সঙ্গীত শিল্লীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম