ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের ‘বিজনেস পার্টনার মিট ২০২৫’ অনুষ্ঠিত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম
ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের বার্ষিক আয়োজন ‘বিজনেস পার্টনার মিট ২০২৫’ অনুষ্ঠিত।
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের পাঁচ তারকা বেওয়াচ হোটেলে অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের বার্ষিক আয়োজন ‘বিজনেস পার্টনার মিট ২০২৫’। দেশব্যাপী বিভিন্ন জেলা থেকে আগত ডিস্ট্রিবিউটরদের প্রাণবন্ত অংশগ্রহণে তিন দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় কৌশলগত আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, সম্মাননা প্রদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল— ‘Together We Grow, Be The Number 1’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সিইও জনাব হারুন ওর্তাজ, সিএফও ওসমান চেলিক, ডিরেক্টর–বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি জনাবা রাইসা জামিল এবং জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস জনাব শওকত ওসমান জামিল। এছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সারা দেশের ডিস্ট্রিবিউটররা অংশ নেন।
বক্তব্যে সিইও হারুন ওর্তাজ বলেন, ‘আইগ্যাস ইউনাইটেড বরাবরই দেশব্যাপী সুসংহত সাপ্লাই চেইন এবং শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এলপিজির সাপ্লাই চেইনে কখনোই ঘাটতি তৈরি হয়নি, ভবিষ্যতেও হবে না। ডিস্ট্রিবিউটরদের সঙ্গে নিয়েই আমরা এলপিজি সেক্টরে নাম্বার ওয়ান ব্র্যান্ড হতে চাই।’
আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে ডিস্ট্রিবিউটরদের বিমানযোগে যাতায়াত ব্যবস্থা এবং তিন দিনব্যাপী সাজানো নানা কর্মসূচি। অনুষ্ঠানে ৪৩ জন ডিস্ট্রিবিউটরকে বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ পারফরম্যান্স ও অবদানের জন্য পুরস্কৃত করা হয়। পাশাপাশি উইমেন এলপিজি এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড ২০২৫–এ দুই নারী উদ্যোক্তা বিশেষ সম্মাননা পান।
প্রতিষ্ঠানের ভিশন বাস্তবায়নে অসামান্য ভূমিকার জন্য সেলস টিমকে প্রদান করা হয় সম্মানজনক ‘বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড ২০২৫’।
স্বীকৃতি প্রদানের পাশাপাশি ছিল র্যাফেল ড্র, যেখানে বিজয়ীরা পান আকর্ষণীয় উপহার। সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী কনা-এর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের এ সফল আয়োজন ডিস্ট্রিবিউটরদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করেছে এবং আগামীর যৌথ অগ্রযাত্রায় নতুন উদ্দীপনা যোগ করেছে।

