জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্বিতীয় সাসটেইনাবিলিটি লিংক্ড লোন এইচএসবিসির
সংবাদ বিজ্ঞপ্তি
০২ ডিসেম্বর ২০২০, ১৮:১১:৫৮ | অনলাইন সংস্করণ
দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) দেশের দ্বিতীয় সাসটেইনাবিলিটি লিংক্ড লোন সম্পাদন করলো বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস্ লি: (বিএসআরএম) এর জন্য।
প্রায় ২৫০ কোটি টাকার (২৯ মিলিয়ন মার্কিন ডলার) এই সাসটেইনেবল্ লোন দীর্ঘ মেয়াদে বিএসআরএম-এর জ্বালানী শক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের সঙ্গে সংযুক্ত।
নির্দিষ্ট কিছু পূর্বনির্ধারিত সূচক বা লক্ষ্যমাত্রা (এসপিটি) অর্জনের বিপরীতে এই সাসটেইনাবিলিটি লিংক্ড লোন, ঋণ গ্রহিতার সাসটেইনেব্ল্ উদ্যোগ সমূহকে তরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
উদাহরনসরূপ, ঋণ গ্রহিতা পূর্বনির্ধারিত সূচক বা লক্ষ্যমাত্রা (এসপিটি) অর্জনে সক্ষম হলে ঋণ-সূদের পরিমান চুক্তি মোতাবেক হ্রাস পাবে।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানটির ভার্চুয়াল সেশনে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি, মোহাম্মদ আহমেদ আলী, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম; আলী হোসাইন আকবরালী, চেয়ারম্যান বিএসআরএম, জনাথান ড্রিউ, ম্যানেজিং ডিরেক্টর ইনভারনমেন্টাল, সোস্যাল ও কর্পোরেট গভারনেন্স (ইএসজি) সল্যিউসন্স এইচএসবিসি, মো. মাহবুবউর রহমান, সিইও, এইচএসবিসি বাংলাদেশ, কেভিন গ্রীন, কান্ট্রি হেড অফ হোলসেল ব্যাংকিং এইচএসবিসি বাংলাদেশ ও অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তা ও সুধিজন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্বিতীয় সাসটেইনাবিলিটি লিংক্ড লোন এইচএসবিসির
দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) দেশের দ্বিতীয় সাসটেইনাবিলিটি লিংক্ড লোন সম্পাদন করলো বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস্ লি: (বিএসআরএম) এর জন্য।
প্রায় ২৫০ কোটি টাকার (২৯ মিলিয়ন মার্কিন ডলার) এই সাসটেইনেবল্ লোন দীর্ঘ মেয়াদে বিএসআরএম-এর জ্বালানী শক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের সঙ্গে সংযুক্ত।
নির্দিষ্ট কিছু পূর্বনির্ধারিত সূচক বা লক্ষ্যমাত্রা (এসপিটি) অর্জনের বিপরীতে এই সাসটেইনাবিলিটি লিংক্ড লোন, ঋণ গ্রহিতার সাসটেইনেব্ল্ উদ্যোগ সমূহকে তরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
উদাহরনসরূপ, ঋণ গ্রহিতা পূর্বনির্ধারিত সূচক বা লক্ষ্যমাত্রা (এসপিটি) অর্জনে সক্ষম হলে ঋণ-সূদের পরিমান চুক্তি মোতাবেক হ্রাস পাবে।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানটির ভার্চুয়াল সেশনে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি, মোহাম্মদ আহমেদ আলী, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম; আলী হোসাইন আকবরালী, চেয়ারম্যান বিএসআরএম, জনাথান ড্রিউ, ম্যানেজিং ডিরেক্টর ইনভারনমেন্টাল, সোস্যাল ও কর্পোরেট গভারনেন্স (ইএসজি) সল্যিউসন্স এইচএসবিসি, মো. মাহবুবউর রহমান, সিইও, এইচএসবিসি বাংলাদেশ, কেভিন গ্রীন, কান্ট্রি হেড অফ হোলসেল ব্যাংকিং এইচএসবিসি বাংলাদেশ ও অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তা ও সুধিজন।