আনসার গার্ড ব্যাটালিয়নের নবনির্মিত ভবন উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
১৮ জানুয়ারি ২০২১, ২২:০৫:১১ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, (বিপি, ও এসপি, এনডিসি, পিএসসি) সোমবার সদর দপ্তর, ভাটারা, ঢাকায় নবনির্মিত আনসার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরিদর্শন শেষে নবনির্মিত আনসার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তর কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন।
মহাপরিচালক সদস্যদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে রাষ্ট্রের ভিআইপি ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, চেইন অব কমান্ড অনুসরণ পূর্বক সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার এ কে এম আসিফ ইকবাল (বিভিএম, বিএএমএস, এনডিসি) উপ-মহাপরিচালক (প্রশাসন), কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান, পিএসসি, উপ-মহাপরিচালক (অপারেশন্স), মো. মাহবুব-উল-ইসলাম, উপ-মহাপরিচালক, আনসার ও ভিডিপি, ঢাকা রেঞ্জ, ঢাকাপবিত্রকুমারসাহাএবংপরিচালক, আনসারগার্ড ব্যাটালিয়ন, দেওয়ানমাতলুবুররহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাহিনীর সদর দপ্তর এবং ঢাকা রেঞ্জের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য চৌকষ ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে আনসারগার্ড ব্যাটালিয়ন গঠন করা হয়।
নবসৃজিত এই গার্ড ব্যাটালিয়নের সদস্যরা মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/সমপদমর্যাদা সম্পন্ন বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তথা রাষ্ট্রের ভিআইপি, কূটনীতিবিদ এবং কূটনৈতিক জোনের নিরাপত্তা রক্ষায় সরাসরি ভূমিকা রাখবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আনসার গার্ড ব্যাটালিয়নের নবনির্মিত ভবন উদ্বোধন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, (বিপি, ও এসপি, এনডিসি, পিএসসি) সোমবার সদর দপ্তর, ভাটারা, ঢাকায় নবনির্মিত আনসার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরিদর্শন শেষে নবনির্মিত আনসার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তর কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন।
মহাপরিচালক সদস্যদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে রাষ্ট্রের ভিআইপি ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, চেইন অব কমান্ড অনুসরণ পূর্বক সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার এ কে এম আসিফ ইকবাল (বিভিএম, বিএএমএস, এনডিসি) উপ-মহাপরিচালক (প্রশাসন), কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান, পিএসসি, উপ-মহাপরিচালক (অপারেশন্স), মো. মাহবুব-উল-ইসলাম, উপ-মহাপরিচালক, আনসার ও ভিডিপি, ঢাকা রেঞ্জ, ঢাকাপবিত্রকুমারসাহাএবংপরিচালক, আনসারগার্ড ব্যাটালিয়ন, দেওয়ানমাতলুবুররহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাহিনীর সদর দপ্তর এবং ঢাকা রেঞ্জের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য চৌকষ ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে আনসারগার্ড ব্যাটালিয়ন গঠন করা হয়।
নবসৃজিত এই গার্ড ব্যাটালিয়নের সদস্যরা মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/সমপদমর্যাদা সম্পন্ন বিশিষ্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তথা রাষ্ট্রের ভিআইপি, কূটনীতিবিদ এবং কূটনৈতিক জোনের নিরাপত্তা রক্ষায় সরাসরি ভূমিকা রাখবে।