ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের রজত জয়ন্তী উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৪:২৫ | অনলাইন সংস্করণ
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
‘ইউএপির গৌরবময় পঁচিশ বৎসর’- এই স্লোগানকে ধারণ করে এই আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য দেন ইউএপির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সি এম শফি সামি।
বক্তব্যের শুরুতে শফি সামি ইউএপির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রয়াত হেদায়েত আহমেদের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন।
বলেন, ২৫ বছর আগে ৩ জন শিক্ষার্থী নিয়ে ধানমন্ডি এলাকায় ভবন ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে ইউএপি। আজ তার শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজারের বেশি। বর্তমানে রাজধানীর প্রানকেন্দ্রে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়টি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ। তিনি ইউএপির সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, ট্রাষ্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভাগের ডিনস এবং প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং কর্মকর্তাদের এই প্রতিষ্ঠানের অংশ হওয়ার জন্য অভিনন্দন জানান।
এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন ট্রাষ্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী ও একেএম কামালউদ্দিন চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারি, ট্রাষ্টি বোর্ডের কোষাধ্যক্ষ আলমজেব ফারজাদ আহমেদ এবং ইউএপির তিনজন সাবেক শিক্ষার্থী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের রজত জয়ন্তী উদযাপন
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
‘ইউএপির গৌরবময় পঁচিশ বৎসর’- এই স্লোগানকে ধারণ করে এই আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য দেন ইউএপির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সি এম শফি সামি।
বক্তব্যের শুরুতে শফি সামি ইউএপির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রয়াত হেদায়েত আহমেদের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন।
বলেন, ২৫ বছর আগে ৩ জন শিক্ষার্থী নিয়ে ধানমন্ডি এলাকায় ভবন ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে ইউএপি। আজ তার শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজারের বেশি। বর্তমানে রাজধানীর প্রানকেন্দ্রে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়টি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ। তিনি ইউএপির সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, ট্রাষ্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভাগের ডিনস এবং প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং কর্মকর্তাদের এই প্রতিষ্ঠানের অংশ হওয়ার জন্য অভিনন্দন জানান।
এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন ট্রাষ্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী ও একেএম কামালউদ্দিন চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারি, ট্রাষ্টি বোর্ডের কোষাধ্যক্ষ আলমজেব ফারজাদ আহমেদ এবং ইউএপির তিনজন সাবেক শিক্ষার্থী।