ফিট এলিগেন্সের গিফট কার্ড কেনা যাবে ইভ্যালিতে
সংবাদ বিজ্ঞপ্তি
০১ মার্চ ২০২১, ২১:৩৩:৪৩ | অনলাইন সংস্করণ
দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডের সাথে যুক্ত হলো জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক ও বাজারজাতকারী ব্রান্ড ফিট এলিগেন্স। এখন থেকে ফিট এলিগেন্সের গিফট কার্ড আকর্ষণীয় মূল্যছাড়ে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা।
গিফট কার্ড দিয়ে গ্রাহকেরা দেশজুড়ে ফিট এলিগেন্সের সকল আউটলেট থেকে পোষাক ও অন্যান্য লাইফস্টাইল পণ্য কিনতে পারবেন।
সোমবার ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম এবং ফিট এলিগেন্স এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ বাইজিদ কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন৷
অনুষ্ঠানে ইভ্যালির ক্যাটাগরি হেড মোহাম্মদ আবু তাহের সাদ্দাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজিয়া রশিদ এবং ফিট এলিগেন্স এর ব্রান্ড অ্যাম্বাসেডর গোলাম সামদানি ডন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফিট এলিগেন্সের গিফট কার্ড কেনা যাবে ইভ্যালিতে
দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডের সাথে যুক্ত হলো জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক ও বাজারজাতকারী ব্রান্ড ফিট এলিগেন্স। এখন থেকে ফিট এলিগেন্সের গিফট কার্ড আকর্ষণীয় মূল্যছাড়ে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা।
গিফট কার্ড দিয়ে গ্রাহকেরা দেশজুড়ে ফিট এলিগেন্সের সকল আউটলেট থেকে পোষাক ও অন্যান্য লাইফস্টাইল পণ্য কিনতে পারবেন।
সোমবার ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম এবং ফিট এলিগেন্স এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ বাইজিদ কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন৷
অনুষ্ঠানে ইভ্যালির ক্যাটাগরি হেড মোহাম্মদ আবু তাহের সাদ্দাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজিয়া রশিদ এবং ফিট এলিগেন্স এর ব্রান্ড অ্যাম্বাসেডর গোলাম সামদানি ডন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।