বিসিবিএল’র ২ দিনব্যাপী ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পেইন উদ্বোধন

 সংবাদ বিজ্ঞপ্তি 
২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৮ পিএম  |  অনলাইন সংস্করণ

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ২৪ সেপ্টেম্বর ব্যাংকার্স ক্লাব ভবনে ক্লাবের সদস্য ও পরিবারের জন্য অপরাজিত এনাব্লার লিমিটেডের সৌজন্যে দুই দিনব্যাপী ফ্রি হেলথ চেকআপ এবং মেডিক্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের প্রধান অতিথি হিসাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম রিয়াজুল করিম, এফসিএমএ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার খন্দকার মোর্শেদ মিল্লাত।

প্রধান অতিথি তার ভাষণে ব্যাংকার ও তার পরিবারের সদস্যদের জন্য সম্মিলিত ব্যাংকার্স হাসপাতাল, ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের নিজস্ব ভবন নির্মাণ ও ব্যাংকারদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি এম রিয়াজুল করিম তার বক্তব্যে সরকার ঘোষিত ভিশন ২০৩১ ও ২০৪১ বাস্তবায়নে ব্যাংকারদের এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার খন্দকার মোর্শেদ মিল্লাত গ্রিন ব্যাংকিং বাস্তবায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

রশীদ-উন-নবীর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের সভাপতি আবু জাফর সামসুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সাধারন সম্পাদক রাশেদ আকতার, সংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফকির পিন্টু ও অপরাজিত এনাব্লার লিমিটেডের পক্ষে বিদ্যুৎ কুমার বসু। উল্লেখ্য ২৪ ও ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন