বুয়েটের সঙ্গে ওয়ালটনের সমঝোতা স্মারক সই
১৮ জানুয়ারি বুয়েটের কাউন্সিল ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে চেয়ারম্যান এস এম রেজাউল আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (আরআইএসই) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে বাংলদেশের তৈরি ইলেক্ট্রনিক ও প্রযুক্তিপণ্যের গবেষণা উন্নয়নে বুয়েট এবং ওয়ালটন যৌথভাবে কাজ করার জন্য ওয়ালটনের পক্ষ থেকে বুয়েটে একটি ল্যাব স্থাপন করার ঘোষণা দিয়েছে। ল্যাব স্থাপনের জন্য আনুসঙ্গিক সকল কিছু সরবরাহ করবে ওয়ালটন। ল্যাবে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীগণ ওয়ালটন পণ্যের কার্যকরী গবেষণা করতে সক্ষম হবে। এছাড়া ওয়ালটন তিনটি মাস্টার্স ফেলোশিপের জন্য বুয়েটকে ১০ লাখ টাকার চেক দিয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটের অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের পরিচালক এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বুয়েটের সঙ্গে ওয়ালটনের সমঝোতা স্মারক সই
১৮ জানুয়ারি বুয়েটের কাউন্সিল ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে চেয়ারম্যান এস এম রেজাউল আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (আরআইএসই) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে বাংলদেশের তৈরি ইলেক্ট্রনিক ও প্রযুক্তিপণ্যের গবেষণা উন্নয়নে বুয়েট এবং ওয়ালটন যৌথভাবে কাজ করার জন্য ওয়ালটনের পক্ষ থেকে বুয়েটে একটি ল্যাব স্থাপন করার ঘোষণা দিয়েছে। ল্যাব স্থাপনের জন্য আনুসঙ্গিক সকল কিছু সরবরাহ করবে ওয়ালটন। ল্যাবে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীগণ ওয়ালটন পণ্যের কার্যকরী গবেষণা করতে সক্ষম হবে। এছাড়া ওয়ালটন তিনটি মাস্টার্স ফেলোশিপের জন্য বুয়েটকে ১০ লাখ টাকার চেক দিয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটের অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের পরিচালক এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।