পল্লী বিদ্যুতে জাতীয় শোক দিবস পালন
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও এর আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিসহ সকল অফিসে পালন করা হয়।
দিনের শুরুতেই চেয়ারম্যানের নেতৃত্বে আরইবি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধানমন্ডির ৩২নং সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বাপবিবো ও পবিসের আওতাধীন সকল দপ্তর/স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ‘জাতীয় শোক দিবস ২০২২’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে বাপবিবোর্ডের সদর দপ্তরে সকাল ০৯:৩০ ঘটিকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘বঙ্গবন্ধুর ভাবনায় পল্লী বিদ্যুতায়ন’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাপবিবোর্ডের সদস্য (প্রশাসন) মো. হাসান মারুফ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপবিবোর্ডের চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিন।
১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় এবং বাপবিবোর্ড ও আরপিসিএল এর উদ্যোগে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলার এতিমখানায় প্রায় ১৪,০০০ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা/উপজেলা প্রশাসন কর্তৃক যে সকল কর্মসূচি আয়োজন করা হয়েছে সে সকল কর্মসূচিতেও বাপবিবো ও পবিসের কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহণ করেছেন।
এছাড়াও, জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বাপবিবোর্ডের ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ) এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত১ আগস্ট হতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে সমগ্র মাসব্যাপী বাপবিবো ও পবিসের সকল কর্মকর্তা/কর্মচারী কর্তৃক কালো ব্যাজ ধারণ করছেন এবং বাপবিবো সদর দপ্তর, মাঠ পর্যায়ের সকল অফিস ও ৮০টি পবিসের সকল অফিস ভবনে ড্রপডাউন/এক্স ব্যানার প্রদর্শিত হচ্ছে। বাপবিবো সদর দপ্তর ও ৮০টি পবিসের স্ব-স্ব প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের পরিষ্কার-পরিচ্ছন্নসহ সৌন্দর্য বর্ধনের পদক্ষেপ গ্রহণ করা হয়। উক্ত কর্নারে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার দেখা নয়া চীন ও বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক শিশুদের জন্য প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক গ্রন্থসহ বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত বইসমূহ প্রদর্শিত হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাপবিবো ও পবিসের ওয়েবসাইট/ফেইজবুক পেইজে শোকাবহ মুভমেন্ট পোর্টাল আপলোড করা হয়েছে। জাতীয় শোক দিবসের সকল কর্মসূচি সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্য বিধি অনুসরণ করে বাস্তবায়ন করা হয়েছে।
পল্লী বিদ্যুতে জাতীয় শোক দিবস পালন
সংবাদ বিজ্ঞপ্তি
১৭ আগস্ট ২০২২, ২১:৩৬:১৬ | অনলাইন সংস্করণ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও এর আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিসহ সকল অফিসে পালন করা হয়।
দিনের শুরুতেই চেয়ারম্যানের নেতৃত্বে আরইবি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ধানমন্ডির ৩২নং সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বাপবিবো ও পবিসের আওতাধীন সকল দপ্তর/স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ‘জাতীয় শোক দিবস ২০২২’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে বাপবিবোর্ডের সদর দপ্তরে সকাল ০৯:৩০ ঘটিকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘বঙ্গবন্ধুর ভাবনায় পল্লী বিদ্যুতায়ন’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাপবিবোর্ডের সদস্য (প্রশাসন) মো. হাসান মারুফ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপবিবোর্ডের চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিন।
১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় এবং বাপবিবোর্ড ও আরপিসিএল এর উদ্যোগে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলার এতিমখানায় প্রায় ১৪,০০০ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা/উপজেলা প্রশাসন কর্তৃক যে সকল কর্মসূচি আয়োজন করা হয়েছে সে সকল কর্মসূচিতেও বাপবিবো ও পবিসের কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহণ করেছেন।
এছাড়াও, জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বাপবিবোর্ডের ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ (ক্রীসকপ) এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত১ আগস্ট হতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে সমগ্র মাসব্যাপী বাপবিবো ও পবিসের সকল কর্মকর্তা/কর্মচারী কর্তৃক কালো ব্যাজ ধারণ করছেন এবং বাপবিবো সদর দপ্তর, মাঠ পর্যায়ের সকল অফিস ও ৮০টি পবিসের সকল অফিস ভবনে ড্রপডাউন/এক্স ব্যানার প্রদর্শিত হচ্ছে। বাপবিবো সদর দপ্তর ও ৮০টি পবিসের স্ব-স্ব প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের পরিষ্কার-পরিচ্ছন্নসহ সৌন্দর্য বর্ধনের পদক্ষেপ গ্রহণ করা হয়। উক্ত কর্নারে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার দেখা নয়া চীন ও বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক শিশুদের জন্য প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক গ্রন্থসহ বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত বইসমূহ প্রদর্শিত হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাপবিবো ও পবিসের ওয়েবসাইট/ফেইজবুক পেইজে শোকাবহ মুভমেন্ট পোর্টাল আপলোড করা হয়েছে। জাতীয় শোক দিবসের সকল কর্মসূচি সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্য বিধি অনুসরণ করে বাস্তবায়ন করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023