ওরিয়ন ফার্মার কুইজ প্রতিযোগিতার র্যাফেল ড্র
যুগান্তর ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ২২:৪০:১৯ | অনলাইন সংস্করণ
ওরিয়ন ফার্মা বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা এবং উৎসাহ দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে দেশের প্রথিতযশা চিকিৎসকদের নিয়ে আয়োজন করে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দেশের প্রায় ৭ হাজার স্বনামধন্য চিকিৎসক। এদের মধ্যে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে গত ২৩ নভেম্বর ওরিয়ন হাউসে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
র্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রফেসর ডা. মামুন আল মাহতাব (স্বপ্নিল) বিভাগীয় প্রধান, ইন্টারভেনশনাল হেপাটলজি, বিএসএমএমইউ, বিসিবির নির্বাচক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, ওরিয়ন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম এবং নির্বাহী পরিচালক এসএম নুর হোসেনসহ কর্মকর্তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর উন্নতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওরিয়ন ফার্মার কুইজ প্রতিযোগিতার র্যাফেল ড্র
ওরিয়ন ফার্মা বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা এবং উৎসাহ দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে দেশের প্রথিতযশা চিকিৎসকদের নিয়ে আয়োজন করে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দেশের প্রায় ৭ হাজার স্বনামধন্য চিকিৎসক। এদের মধ্যে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে গত ২৩ নভেম্বর ওরিয়ন হাউসে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
র্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রফেসর ডা. মামুন আল মাহতাব (স্বপ্নিল) বিভাগীয় প্রধান, ইন্টারভেনশনাল হেপাটলজি, বিএসএমএমইউ, বিসিবির নির্বাচক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, ওরিয়ন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম এবং নির্বাহী পরিচালক এসএম নুর হোসেনসহ কর্মকর্তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর উন্নতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।