বিইউপি ক্যাপিটালিজার ২২-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২, ২১:৩২:০৭ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত বিইউপি ফাইন্যান্স সোসাইটি আয়োজিত ‘MetLife Presents Capitalizer-22’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। গত ১ ডিসেম্বর ঢাকায় হোটেল লে মেরিডিয়ানে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ এশিয়া লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এলিনা বুতারোভা এবং মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমান।
সারা দেশ থেকে ২৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৩৭টি দল এ ইভেন্টে অংশ নেয়। এদের মধ্যে সেরা ৬টি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। বিইউপি থেকে Team ‘Adverse Selection’ ক্যাপিটালাইজার ২২-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে Team ‘Overwriters’ এবং Team ‘Floor Price’ যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, প্রো-ভিসি, বিইউপি, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, মেটলাইফ বাংলাদেশ, বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিইউপি ক্যাপিটালিজার ২২-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত বিইউপি ফাইন্যান্স সোসাইটি আয়োজিত ‘MetLife Presents Capitalizer-22’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। গত ১ ডিসেম্বর ঢাকায় হোটেল লে মেরিডিয়ানে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফ এশিয়া লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এলিনা বুতারোভা এবং মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমান।
সারা দেশ থেকে ২৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৩৭টি দল এ ইভেন্টে অংশ নেয়। এদের মধ্যে সেরা ৬টি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। বিইউপি থেকে Team ‘Adverse Selection’ ক্যাপিটালাইজার ২২-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে Team ‘Overwriters’ এবং Team ‘Floor Price’ যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, প্রো-ভিসি, বিইউপি, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, মেটলাইফ বাংলাদেশ, বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি