দেশে ১০০ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি টিভির বাজারজাত করল র্যাংগস
সংবাদ বিজ্ঞপ্তি
০৫ ডিসেম্বর ২০২২, ১৭:৪৬:০৮ | অনলাইন সংস্করণ
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, যা সনি-র্যাংগস নামে বহুলভাবে পরিচিত। ঢাকার বাংলামোটর, সোনারতরী শোরুমে প্রথম বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে ১০০ ইঞ্চি এন্ড্রয়েড স্মার্ট এলইডি টিভির আনুষ্ঠানিক বাজারজাত ঘোষণা করেছে।
র্যাংগস, বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে সেরা মানের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে সকল পণ্যে টেকনোলোজিকাল এডভান্সমেন্ট নিশ্চিত করে যাচ্ছে সেবার শুরুর দিনগুলো থেকেই।
১৯৮৭ সাল থেকে বাজারে নিয়ে আসা সাদাকালো র্যাংগস সিআরটি টিভি থেকে যাত্রা শুরু হয়ে এখন কালের আবহে কালার টিভি, এলসিডি টিভি, এলইডি টিভি, ৪ক এলইডি টিভি, ভয়েস কন্ট্রোল টিভি, ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টিভি এবং এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর মানসম্পন্ন। ১৭ ইঞ্চি টিভির স্ক্রিন সাইজ থেকে শুরু হয়ে এখন পৌঁছে গেছে ১০০ ইঞ্চির টিভির সাইজে। প্রথম বাংলাদেশী ব্র্যান্ড হিসেবে যা প্রথম।
এই ১০০ ইঞ্চি এলইডি টিভির মডেলটি ৪ক পিকচার প্রসেসর, অসাধারণ কন্ট্রাস্ট, কালারের গভীরতাসমৃদ্ধ। আরো থাকছে ১১ অপারেটিং সিস্টেম, প্রি-ইনস্টলড এপ্লিকেশন, ১৬ বাটনের মি ভয়েস রিমোট কন্ট্রোল ও ন্যারো বেজেল এর আকর্ষণীয় ডিজাইন। ১০০ ইঞ্চি এন্ড্রয়েড স্মার্ট এলইডি টিভি ইতোমধ্যে র্যাংগস এর শোরুমে ও অনলাইন স্টোর এ পাওয়া যাচ্ছে। ফিফা -২০২২ ওয়ার্ল্ড কাপ ফুটবল ও আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ৭দিনের স্পেশাল মূল্য মাত্র ৩৯৯,৯০০/- টাকায় ক্রেতা পাবেন এই টিভিটি। একই সাথে থাকছে ০৪ বছরের প্যানেল ওয়ারেন্টিসহ ০৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
এই অনুষ্ঠানের মাধ্যমে একইসাথে র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোর- সোনারতরী এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে সনি, এলজি, ইলেক্ট্রোলাক্স, কেলভিনেটর, র্যাংগস, কেনস্টার সহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোরে।
র্যাংগস ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে মিসেস সাচিমি হোসেন, সম্মানিত ভাইস চেয়ারপারসন এবং মিস বিনাস হোসেন, সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক, যৌথভাবে এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গত ৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। যাবতীয় স্বাস্থ্যসুরক্ষা মেনেই এই অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দেশে ১০০ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি টিভির বাজারজাত করল র্যাংগস
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, যা সনি-র্যাংগস নামে বহুলভাবে পরিচিত। ঢাকার বাংলামোটর, সোনারতরী শোরুমে প্রথম বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে ১০০ ইঞ্চি এন্ড্রয়েড স্মার্ট এলইডি টিভির আনুষ্ঠানিক বাজারজাত ঘোষণা করেছে।
র্যাংগস, বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে সেরা মানের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে সকল পণ্যে টেকনোলোজিকাল এডভান্সমেন্ট নিশ্চিত করে যাচ্ছে সেবার শুরুর দিনগুলো থেকেই।
১৯৮৭ সাল থেকে বাজারে নিয়ে আসা সাদাকালো র্যাংগস সিআরটি টিভি থেকে যাত্রা শুরু হয়ে এখন কালের আবহে কালার টিভি, এলসিডি টিভি, এলইডি টিভি, ৪ক এলইডি টিভি, ভয়েস কন্ট্রোল টিভি, ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টিভি এবং এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর মানসম্পন্ন। ১৭ ইঞ্চি টিভির স্ক্রিন সাইজ থেকে শুরু হয়ে এখন পৌঁছে গেছে ১০০ ইঞ্চির টিভির সাইজে। প্রথম বাংলাদেশী ব্র্যান্ড হিসেবে যা প্রথম।
এই ১০০ ইঞ্চি এলইডি টিভির মডেলটি ৪ক পিকচার প্রসেসর, অসাধারণ কন্ট্রাস্ট, কালারের গভীরতাসমৃদ্ধ। আরো থাকছে ১১ অপারেটিং সিস্টেম, প্রি-ইনস্টলড এপ্লিকেশন, ১৬ বাটনের মি ভয়েস রিমোট কন্ট্রোল ও ন্যারো বেজেল এর আকর্ষণীয় ডিজাইন। ১০০ ইঞ্চি এন্ড্রয়েড স্মার্ট এলইডি টিভি ইতোমধ্যে র্যাংগস এর শোরুমে ও অনলাইন স্টোর এ পাওয়া যাচ্ছে। ফিফা -২০২২ ওয়ার্ল্ড কাপ ফুটবল ও আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ৭দিনের স্পেশাল মূল্য মাত্র ৩৯৯,৯০০/- টাকায় ক্রেতা পাবেন এই টিভিটি। একই সাথে থাকছে ০৪ বছরের প্যানেল ওয়ারেন্টিসহ ০৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
এই অনুষ্ঠানের মাধ্যমে একইসাথে র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোর- সোনারতরী এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে সনি, এলজি, ইলেক্ট্রোলাক্স, কেলভিনেটর, র্যাংগস, কেনস্টার সহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোরে।
র্যাংগস ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে মিসেস সাচিমি হোসেন, সম্মানিত ভাইস চেয়ারপারসন এবং মিস বিনাস হোসেন, সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক, যৌথভাবে এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গত ৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। যাবতীয় স্বাস্থ্যসুরক্ষা মেনেই এই অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।