আইসিবির মতবিনিময় সভা
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) রাজশাহী শাখার সম্মানিত বিনিয়োগকারী/অংশীজনের সঙ্গে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে রোববার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান।
সভায় সভাপতিত্ব করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। এছাড়াও করপোরেশনের তিনটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বিনিয়োগকারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণপূর্বক পুঁজিবাজারের বর্তমান মন্দাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে অভিমত ব্যক্ত করেন। বিনিয়োগকারীদের মতামত ও পরামর্শগুলোর ভিত্তিতে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আলোচ্য বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনাপূর্বক প্রয়োজনে নীতিনির্ধারণী মহলে তুলে ধরবেন বলে অভিমত ব্যক্ত করেন।
সভা শেষে আইসিবি, আইসিএমএল ও আইএসটিসিএল রাজশাহী শাখার স্থানাস্তরিত শাখা অফিসের উদ্বোধন করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আইসিবির মতবিনিময় সভা
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) রাজশাহী শাখার সম্মানিত বিনিয়োগকারী/অংশীজনের সঙ্গে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে রোববার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান।
সভায় সভাপতিত্ব করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। এছাড়াও করপোরেশনের তিনটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বিনিয়োগকারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণপূর্বক পুঁজিবাজারের বর্তমান মন্দাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে অভিমত ব্যক্ত করেন। বিনিয়োগকারীদের মতামত ও পরামর্শগুলোর ভিত্তিতে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আলোচ্য বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনাপূর্বক প্রয়োজনে নীতিনির্ধারণী মহলে তুলে ধরবেন বলে অভিমত ব্যক্ত করেন।
সভা শেষে আইসিবি, আইসিএমএল ও আইএসটিসিএল রাজশাহী শাখার স্থানাস্তরিত শাখা অফিসের উদ্বোধন করা হয়।