বাজেটের মধ্যে অসাধারণ পারফরমেন্সে ভিভো ওয়াই২২
jugantor
বাজেটের মধ্যে অসাধারণ পারফরমেন্সে ভিভো ওয়াই২২

  সংবাদ বিজ্ঞপ্তি  

২৬ মার্চ ২০২৩, ১৩:০৬:৪০  |  অনলাইন সংস্করণ

স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়টি বেশি খেয়াল করেন? ট্রেন্ডি, স্মার্ট আউটলুক না কি শক্তিশালী কার্যক্ষমতা? যদি দুটোই পাওয়া যায় একটি স্মার্টফোনে তাহলে কেমন হয়?

একের মধ্যে অনেক ফিচার নিয়ে আবারও গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো নিয়ে এসেছে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২২।

প্রথমেই লুকের পরীক্ষায় দশে দশ ভিভো ওয়াই২২।

এর মেটাভার্স গ্রিন এবং স্টারলিট ব্লু রঙে মুগ্ধ টেক এক্সপার্টরা। স্টাইলিশ এবং ট্রেন্ডি আউটলুক ব্যবহারকারীকে দেবে নান্দনিকতার ভিন্ন মাত্রা।


এবার দেখা যাক কাজের ক্ষেত্রে কতটা কার্যকর ভিভোর এই স্মার্টফোনটি। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ যা দেয় দুর্দান্ত পারফরমেন্সের অভিজ্ঞতা।

পাশাপাশি ফানটাচ ওএস ১২ অপারেটিং সিস্টেম দেয় স্মুথ স্ক্রলিংয়ের সঙ্গে স্মার্টফোনের র‍্যাম ৪ জিবি পর্যন্ত বর্ধিত করার সুযোগ। অর্থাৎ ৪জিবি র‍্যামের সাথে আরো ৪ জিবি অতিরিক্ত র‍্যাম ব্যবহার করে এক সঙ্গে অনেক অ্যাপ ব্যবহারের সূবর্ণ সুযোগ পাওয়া যাবে এই স্মার্টফোনে।

সঙ্গে থাকছে ১২৮ জিবি রম ব্যবহারের সুযোগ যা বৃদ্ধি করা যাবে ১ টিবি পর্যন্ত।

এই স্মার্টফোনে অন্যতম আকর্ষণ হলো এর ৫০ মেগাপিক্সেলের এআই সেন্সিং রেয়ার ব্যাক ক্যামেরা। ছবির বিষয়বস্তুকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে এর জুড়ি মেলা ভার। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের মাইক্রোক্যামেরাও পাওয়া যাবে এই স্মার্র্টফোনে।

কম আলোতেও বিষয়বস্তুকে ফোকাস করে অসাধারণ ছবি তুলতে পটু এর এআই সেন্সিং ক্যামেরা।

১৯,৯৯৯ টাকার বাজেটের মধ্যে এই স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সাথে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে মাত্র ১৫ মিনিটের চার্জে দেখা যাবে প্রায় সাড়ে তিন ঘন্টার ভিডিও কিংবা সিনেমা। আবার গেমাররা চাইলেই একই চার্জে খেলতে পারবে দুই রাউন্ড গেম।

গেমপ্রেমীদের জন্য টানা ৬ ঘন্টা রিসোর্স ইন্টেন্সিভ গেইম খেলার সুবিধাও পাওয়া যাবে ভিভো ওয়াই২২ দিয়ে। খেলতে গিয়ে হবে না কোন হ্যাং বা ল্যাগ করবে না। কারণ এখানে ব্যবহৃত হয়েছে মাল্টি টার্বো ৫.৫ প্রযুক্তি, যা দেবে আল্ট্রা গেইমিং মুড।

৭ই মার্চ থেকে গ্রাহকের হাতে নাগালে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। তাই সময় ও যুগোপযোগী স্মার্টফোনটি সংগ্রহ করতে গ্রাহককে যেতে হবে ভিভোর অথোরাইজড ই-স্টোর কিংবা শো-রুমে।

বাজেটের মধ্যে অসাধারণ পারফরমেন্সে ভিভো ওয়াই২২

 সংবাদ বিজ্ঞপ্তি 
২৬ মার্চ ২০২৩, ০১:০৬ পিএম  |  অনলাইন সংস্করণ

স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়টি বেশি খেয়াল করেন? ট্রেন্ডি, স্মার্ট আউটলুক না কি শক্তিশালী কার্যক্ষমতা? যদি দুটোই পাওয়া যায় একটি স্মার্টফোনে তাহলে কেমন হয়? 

একের মধ্যে অনেক ফিচার নিয়ে আবারও গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো নিয়ে এসেছে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২২। 

প্রথমেই লুকের পরীক্ষায় দশে দশ ভিভো ওয়াই২২। 

এর মেটাভার্স গ্রিন এবং স্টারলিট ব্লু রঙে মুগ্ধ টেক এক্সপার্টরা। স্টাইলিশ এবং ট্রেন্ডি আউটলুক ব্যবহারকারীকে দেবে নান্দনিকতার ভিন্ন মাত্রা।


এবার দেখা যাক কাজের ক্ষেত্রে কতটা কার্যকর ভিভোর এই স্মার্টফোনটি। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ যা দেয় দুর্দান্ত পারফরমেন্সের অভিজ্ঞতা। 

পাশাপাশি ফানটাচ ওএস ১২ অপারেটিং সিস্টেম দেয় স্মুথ স্ক্রলিংয়ের সঙ্গে স্মার্টফোনের র‍্যাম ৪ জিবি পর্যন্ত বর্ধিত করার সুযোগ। অর্থাৎ ৪জিবি র‍্যামের সাথে আরো ৪ জিবি অতিরিক্ত র‍্যাম ব্যবহার করে এক সঙ্গে অনেক অ্যাপ ব্যবহারের সূবর্ণ সুযোগ পাওয়া যাবে এই স্মার্টফোনে। 

সঙ্গে থাকছে ১২৮ জিবি রম ব্যবহারের সুযোগ যা বৃদ্ধি করা যাবে ১ টিবি পর্যন্ত। 

এই স্মার্টফোনে অন্যতম আকর্ষণ হলো এর ৫০ মেগাপিক্সেলের এআই সেন্সিং রেয়ার ব্যাক ক্যামেরা। ছবির বিষয়বস্তুকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে এর জুড়ি মেলা ভার। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের মাইক্রোক্যামেরাও পাওয়া যাবে এই স্মার্র্টফোনে। 

কম আলোতেও বিষয়বস্তুকে ফোকাস করে অসাধারণ ছবি তুলতে পটু এর এআই সেন্সিং ক্যামেরা।

১৯,৯৯৯ টাকার বাজেটের মধ্যে এই স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সাথে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জার দিয়ে মাত্র ১৫ মিনিটের চার্জে দেখা যাবে প্রায় সাড়ে তিন ঘন্টার ভিডিও কিংবা সিনেমা। আবার গেমাররা চাইলেই একই চার্জে খেলতে পারবে দুই রাউন্ড গেম।  
 
গেমপ্রেমীদের জন্য টানা ৬ ঘন্টা রিসোর্স ইন্টেন্সিভ গেইম খেলার সুবিধাও পাওয়া যাবে ভিভো ওয়াই২২ দিয়ে। খেলতে গিয়ে হবে না কোন হ্যাং বা ল্যাগ করবে না। কারণ এখানে ব্যবহৃত হয়েছে মাল্টি টার্বো ৫.৫ প্রযুক্তি, যা দেবে আল্ট্রা গেইমিং মুড।

৭ই মার্চ থেকে গ্রাহকের হাতে নাগালে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। তাই সময় ও যুগোপযোগী স্মার্টফোনটি সংগ্রহ করতে গ্রাহককে যেতে হবে ভিভোর অথোরাইজড ই-স্টোর কিংবা শো-রুমে।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও খবর