বরিশালে আকিজ সিরামিক্সের আরেকটি নতুন দিগন্তের সূচনা
বাংলাদেশের সিরামিক টাইলসের জগতে এক নম্বর ব্র্যান্ড আকিজ সিরামিক্সের আরও একটি এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন হলো বরিশালে।
পরপর চারবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ও সুপার ব্র্যান্ড অ্যাওয়াড অর্জন করা দেশের সেরা সিরামিক টাইলস আকিজ সিরামিক্স ‘প্রমিজ অফ পারফেকশন’-এর দৃঢ় প্রত্যয় নিয়ে বরাবরই ক্রেতাদের চাহিদা অনুযায়ী গুণে-মানে সেরা ও নিত্য নতুন টাইলস পণ্য বাজারে নিয়ে আসছে।
এবার ক্রেতা সাধারণের সুবিধার্থে বুধবার বরিশাল শহর এলাকায় আকিজ সিরামিক্সের বিজনেস অ্যাসোসিয়েট শোরুম ‘মেসার্স মুফরাদ আজিজ’ শোরুম উদ্বোধন করা হয়। শোরুমটি উদ্বোধন করেন আকিজ বরিশালের অপারেশন্স ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন- আকিজ সিরামিক্সের ডিজিএম সেলস মোহাম্মদ আশরাফুল হক, হেড অব সেলস রোসা বিজিৎ পাল, ‘মেসার্স মুফরাদ আজিজ’-এর স্বত্বাধিকারী মুফরাদ আজিজসহ আকিজ সিরামিক্সের বরিশাল এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সারাদেশে ১০০টিরও বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও বিজনেস অ্যাসোসিয়েট শোরুম দিয়ে আকিজ সিরামিক্স নিশ্চিত করেছে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা। এর ফলে শহর, উপশহর, থানা পর্যায়ে সব জায়গায় গ্রাহকদের হাতের নাগালে পাওয়া যাচ্ছে আকিজ সিরামিক্সের টাইলস পণ্য।
সেই হিসেবে শোরুমের সংখ্যার দিক দিয়েও আকিজ সিরামিক্সই দেশের সবচেয়ে বড় টাইলস কোম্পানি ও ব্র্যান্ড। তারই ধারাবাহিকতায় বরিশালের এই শোরুমের উদ্বোধনের মাধ্যমে আকিজ সিরামিক্স আরও একধাপ এগিয়ে গেল।
বরিশালে আকিজ সিরামিক্সের আরেকটি নতুন দিগন্তের সূচনা
সংবাদ বিজ্ঞপ্তি
০৪ জুন ২০২৩, ২০:২০:৫১ | অনলাইন সংস্করণ
বাংলাদেশের সিরামিক টাইলসের জগতে এক নম্বর ব্র্যান্ড আকিজ সিরামিক্সের আরও একটি এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন হলো বরিশালে।
পরপর চারবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ও সুপার ব্র্যান্ড অ্যাওয়াড অর্জন করা দেশের সেরা সিরামিক টাইলস আকিজ সিরামিক্স ‘প্রমিজ অফ পারফেকশন’-এর দৃঢ় প্রত্যয় নিয়ে বরাবরই ক্রেতাদের চাহিদা অনুযায়ী গুণে-মানে সেরা ও নিত্য নতুন টাইলস পণ্য বাজারে নিয়ে আসছে।
এবার ক্রেতা সাধারণের সুবিধার্থে বুধবার বরিশাল শহর এলাকায় আকিজ সিরামিক্সের বিজনেস অ্যাসোসিয়েট শোরুম ‘মেসার্স মুফরাদ আজিজ’ শোরুম উদ্বোধন করা হয়। শোরুমটি উদ্বোধন করেন আকিজ বরিশালের অপারেশন্স ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন- আকিজ সিরামিক্সের ডিজিএম সেলস মোহাম্মদ আশরাফুল হক, হেড অব সেলস রোসা বিজিৎ পাল, ‘মেসার্স মুফরাদ আজিজ’-এর স্বত্বাধিকারী মুফরাদ আজিজসহ আকিজ সিরামিক্সের বরিশাল এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সারাদেশে ১০০টিরও বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও বিজনেস অ্যাসোসিয়েট শোরুম দিয়ে আকিজ সিরামিক্স নিশ্চিত করেছে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা। এর ফলে শহর, উপশহর, থানা পর্যায়ে সব জায়গায় গ্রাহকদের হাতের নাগালে পাওয়া যাচ্ছে আকিজ সিরামিক্সের টাইলস পণ্য।
সেই হিসেবে শোরুমের সংখ্যার দিক দিয়েও আকিজ সিরামিক্সই দেশের সবচেয়ে বড় টাইলস কোম্পানি ও ব্র্যান্ড। তারই ধারাবাহিকতায় বরিশালের এই শোরুমের উদ্বোধনের মাধ্যমে আকিজ সিরামিক্স আরও একধাপ এগিয়ে গেল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023