ঢাকা ব্যাংকের সঙ্গে পিডব্লিউসির চুক্তি স্বাক্ষর

 সংবাদ বিজ্ঞপ্তি 
০৪ জুন ২০২৩, ০৮:২৪ পিএম  |  অনলাইন সংস্করণ

ঢাকা ব্যাংক লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইস ওয়াটার হাউস কুপার্স (পিডব্লিউসি) বাংলাদেশ লিমিটেড। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান-১ ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন রশীদ, পিডব্লিউসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমরানুল হক। পিডব্লিউসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক মিসেস রুমেসা হুসেন ও পরিচালক সাদেক জামান। 

এছাড়া উপস্থিত ছিলেন- ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, ডিএমডি একেএম শাহনওয়াজ, ডিএমডি এএমএম মঈন উদ্দিন, ডিএমডি মো. মোস্তাক আহমেদ, ডিএমডি শেখ আব্দুল বাকির, ডিএমডি আখলাকুর রহমান, ডিএমডি ও আইসিসিডি প্রধান এসএম আবদুল্লাহ্ হিল কাফি এবং উচ্চপদস্থ কর্মকর্তারা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন