Logo
Logo
×

কর্পোরেট নিউজ

শুরু হচ্ছে প্লাস্টিক প্রিন্টিং প্যাকেজিং শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম

শুরু হচ্ছে প্লাস্টিক প্রিন্টিং প্যাকেজিং শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী

আগামী ১২ থেকে ১৫ ফেব্রুয়ারী ঢাকার পুর্বাচলে অবস্থিত বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে, চারদিনব্যাপী ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার (আইপিএফ ২০২৫)।

প্রদর্শনীটিতে বরাবরের মতই দেশ-বিদেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ধরবে সংশ্লিষ্ট খাতের সর্বশেষ প্রযুক্তি ও অত্যাধুনিক সব পণ্য। 

সুবিশাল এ আয়োজনটিতে থাকবে প্লাস্টিক ও রাবার প্রক্রিয়াজাতকরণ মেশিনারী, আধুনিক প্রিন্টিং ও প্যাকেজিং প্রযুক্তি, লেবেল প্রিন্টিং, মোল্ড, কাঁচামাল ইত্যাদি উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান। 

আইপিএফের ১৭তম এ আয়োজনে থাকছে ৮০০টিরও বেশি স্টল, যেখানে ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশি ব্র্যান্ড অংশ নেবে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, তুরস্ক, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে।

বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) ও হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং কোং লি. যৌথভাবে আয়োজনে করছে এ মেলাটি। বাংলাদেশের ক্রমবর্ধনশীল প্লাস্টিক ও প্যাকেজিং খাতে দ্রুতই বাড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থান, যেখানে সম্মিলিতভাবে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিপিজিএমইএ (ইচএগঊঅ)-এর ২,৪০০-এর বেশি সদস্য। দেশীয় ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক মেশিনারির ব্যবহার বাড়ানো এই আয়োজনের একটি প্রধান লক্ষ্য।

শুধু প্রদর্শনী নয়, এই চার দিন থাকবে প্লাস্টিক খাত নিয়ে আয়োজিত সেমিনার যেখানে টেকসই উৎপাদন, স্বয়ংক্রিয় প্রযুক্তি, নতুন উদ্ভাবন, বিশ্ব বাজার ও বাংলাদেশের প্লাস্টিক খাত নিয়ে বিশদ ও তথ্যবহুল আলোচনা হবে। দর্শনার্থীদের জন্য প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ প্রদর্শনীটি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম