Logo
Logo
×

কর্পোরেট নিউজ

যুগান্তর ডিজিটাল বিজনেসে যোগ দিলেন রবিউল রানা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম

যুগান্তর ডিজিটাল বিজনেসে যোগ দিলেন রবিউল রানা

দৈনিক যুগান্তরে হেড অব ডিজিটাল বিজনেস পদে যোগ দিয়েছেন মো. রবিউল ইসলাম রানা।  তিনি প্রতিষ্ঠানের ডিজিটাল বিজনেসের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো দেখভাল করবেন। 

রবিউল ইসলাম রানার ডিজিটাল মিডিয়া, বিজ্ঞাপন এবং ব্যবসায়িক উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলোতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। যুগান্তরে যোগ দেওয়ার আগে তিনি কাজী মিডিয়া লিমিটেডে (দীপ্ত টিভি, দীপ্ত-প্লে) ডিজিটাল অ্যাড সেলসের সহকারী ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি অ্যাড সেলস, মিডিয়া বায়িং, বিজ্ঞাপন পরিচালনা এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ দেখভাল করতেন।

রবিউল রানা পেশাজীবনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক বণিক বার্তায়ও কাজ করেছেন।  ওই দুটি প্রতিষ্ঠানে তিনি ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্ট ও ইভেন্ট অ্যাক্টিভেশনে কাজ করেছেন। 

উল্লেখ্য, রবিউল রানা প্রথম আলোয় ৬ বছর ইভেন্ট, অ্যাক্টিভেশন এবং বন্ধুসভার কার্যক্রমে যুক্ত ছিলেন।

রবিউল ইসলাম রানা নতুন দায়িত্ব নিয়ে বলেন, আমি এই টিমে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। সবার সার্বিক সহযোগিতায় যুগান্তর ডিজিটাল বিজনেসকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম