'এসো হাতে হাত ধরি, দক্ষ ও কর্মঠ জনবল গড়ি'

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৩:২৬ পিএম
-67d001ca82142.jpg)
কর্পোরেট সেক্টরে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে উপযুক্ত নাগরিক তৈরির লক্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এইচবি অ্যাসোসিয়েটসের মাঝে যৌথ এক এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
এইচবি অ্যাসোসিয়েটস অনেস্টলি বন্ডেড অ্যাসোসিয়েটস এখানে সততার সঙ্গে একতাবদ্ধ হয়ে কিছু স্বেচ্ছাসেবী চ্যালেঞ্জ এবং আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যাচ্ছে। যাতে করে একজন আরেকজনের পাশে থেকে নিজেদের মেধা ও জ্ঞান ভাগাভাগি করে রিজিকের উত্তম পথ অনুসন্ধান করতে পারে।
এইচবি অ্যাসোসিয়েটস তার প্রফেশনাল ট্রেইনিং অন প্র্যাক্টিক্যাল একাউন্টিং কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের একাডেমিক নলেজের সঙ্গে প্রফেশনাল নলেজ কম্বাইন্ড করে প্র্যাক্টিক্যাল ডাটা দিয়ে শেখানোর মাধ্যমে চাকরির জন্য প্রস্তুত করে। ১২ টি সেশনের মাধ্যমে এখানে একটি লিমিটেড কোম্পানির লিগ্যাল ডকুমেন্টস থেকে শুরু করে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, বিভিন্ন ধরনের মূসক চালান, ব্যাংক রিকনসিলিয়েশন, ভ্যাট, ট্যাক্স, ট্যালি সফটওয়্যার ইত্যাদি বিষয়সমূহ রিয়েল ডাটার মাধ্যমে প্র্যাক্টিক্যালি প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও রয়েছে সফট স্কিল সম্পর্কিত ২টি সেশন। যেখানে প্রশিক্ষণার্থীরা কর্পোরেট বিহেভিয়ার এবং মিটিং এন্ড গ্রিটিংস সম্পর্কে জানতে পারেন।
এখানেই শেষ নয়। পরবর্তী পর্যায়ে এইচবি অ্যাসোসিয়েটস তার ডেডিকেটেড আরএমদের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ফরএভার গাইড করে, বিভিন্ন কনসালট্যান্সি ফার্মে শর্ট টাইম ইন্টার্নি করার ব্যবস্থা করে দেয়। এভাবেই তাদের জবের জন্য রেডি করা হয় এবং ইন্টারভিউ বোর্ডে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য সঠিক দিকনির্দেশনা দেওয়া হয়। জব হওয়ার পরেও যে কেউ যে কোনো সমস্যার সম্মুখীন হলে এইচবি অ্যাসোসিয়েটসের শরণাপন্ন হলে তাদের উপযুক্ত সমাধান দিয়ে পাশে থাকার জন্য এইচবি অ্যাসোসিয়েটস প্রতিজ্ঞাবদ্ধ।
এমওইউ স্বাক্ষর কালীন সময়ে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। আই বি ই আর এর ডিরেক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান। রেজিস্ট্রার ড. মো. জুলফিকুর রহমান প্রমুখ।
এইচবি অ্যাসোসিয়েটসের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডার অ্যান্ড সিইও মো. বাহাউদ্দীন সেবক। আরও উপস্থিত ছিলেন চিফ একাডেমিক এডভাইজার মোহাম্মদ জুনায়েদুল মুনির, প্রফেশনাল এডভাইজার জাফরান চৌধুরী, কর্পোরেট এডভাইজার মোহাম্মদ লুতফর রহমান, ডিরেক্টর মোহাম্মদ হাবিবুল্লাহসহ আরও অনেকে।