আফতাবনগরে পিটিইস্ফিয়ারের যাত্রা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৯:১০ পিএম
-686a91f8623f3.png)
ফলো করুন |
|
---|---|
রাজধানীর আফতাবনগরে পিটিই (পিয়ারসন টেস্ট অব ইংলিশ) প্রস্তুতি কেন্দ্র ‘পিটিইস্ফিয়ার’ যাত্রা শুরু করেছে। রোববার এটি উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নতুন উদ্যোগটি পিটিই পরীক্ষায় উত্তীর্ণ হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি মানসম্পন্ন প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে। প্রশিক্ষণ কেন্দ্রটিতে থাকছে দক্ষ প্রশিক্ষক, হালনাগাদ স্টাডি ম্যাটেরিয়াল এবং পূর্ণাঙ্গ মক টেস্টের সুবিধা। যা শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত স্কোর অর্জনে সহায়তা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার গালিব হাসনাত। তিনি বলেন, পিটিইস্ফিয়ারের যাত্রা সত্যিই সময়োপযোগী একটি উদ্যোগ। ইংরেজি দক্ষতার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এ কেন্দ্রটি শিক্ষার্থীদের সেই দক্ষতা অর্জনে নির্ভরযোগ্য সহচর হবে।
আন্তর্জাতিক উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয়ে পিটিইস্ফিয়ারের কার্যক্রম শুরু হলো। যা অদূর ভবিষ্যতে দেশের অন্যতম সেরা পিটিই প্রস্তুতি কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।