ইউএপিতে ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১১:৫১ পিএম
-686ab7b424f32.png)
ফলো করুন |
|
---|---|
দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) প্রাঙ্গণে ২৮ তম ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।‘কোয়ালিটি ফার্স্ট: গ্লোবাল এক্সিলেন্সে স্থানীয় শিল্পকে ক্ষমতায়ন’ শিরোনামে রোববার অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) এবং ইউএপি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনব্যাপী এ কনভেনশনে শিল্পখাতের মানোন্নয়ন, টেকসইতা ও আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছানোর জন্য গুণগত উন্নয়নের কৌশল ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। কনভেনশনে ১৫টিরও বেশি শিল্পক্ষেত্র থেকে ৭০টিরও অধিক কোয়ালিটি সার্কেল তাদের কেস স্টাডি উপস্থাপন করে, যা একযোগে আটটি হলে অনুষ্ঠিত হয়। প্রতিটি হলে দুইজন বিচারক উপস্থাপনাগুলো মূল্যায়ন করেন এবং সেশন সমন্বয়ে কলেজ-ইউনিভার্সিটির ছাত্ররা অংশ নেয়। প্রদত্ত স্কোরের ভিত্তিতে উপস্থাপনাগুলোকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পুরস্কারে সম্মানিত করা হয়।
কনভেনশনে সভাপতিত্ব করেন বিএসটিকিউএমের সভাপতি এ কে এম শামসুল হুদা। প্রধান অতিথি ছিলেন ইউএপির উপাচার্য প্রফেসর ড. কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন বিএসটিকিউএমের উপদেষ্টা এ এম এম খায়রুল বাশার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএপি প্রফেসর ড. মো. আশরাফুল আলম।
ক্লোজিং সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।
বক্তারা বলেন, দেশীয় শিল্পকে বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে হলে গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।