Logo
Logo
×

সারাদেশ

ক্যানসারমুক্ত করতে সর্বস্ব হারালেন স্বামী, সুস্থ হয়ে প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী

Icon

মো. মহিবুল ইসলাম, নাঙ্গলকোট (কুমিল্লা)

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পিএম

ক্যানসারমুক্ত করতে সর্বস্ব হারালেন স্বামী, সুস্থ হয়ে প্রেমিকের হাত ধরে উধাও স্ত্রী

স্ত্রীর প্রাণ বাঁচাতে নিজের জীবনটাই বাজি রেখেছিলেন। ধারদেনা করেছেন, সংসারের সবকিছু বিক্রি করেছেন, মানুষের দ্বারে দ্বারে হাত পেতেছেন। শেষপর্যন্ত ক্যানসারের মতো মরণব্যাধি থেকে স্ত্রীকে সুস্থ করতে সক্ষম হয়েছিলেন আনোয়ার হোসেন ভুট্টো। অথচ সেই স্ত্রীই পাঁচ সন্তান ফেলে অন্য পুরুষের হাত ধরে চলে গেছেন!

ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের কুকুরীখিল গ্রামে।

আনোয়ার হোসেন ভুট্টো স্থানীয় দিনমজুর। শ্রমের টাকায় কোনোরকমে চলত সংসার। এর মধ্যেই স্ত্রী ক্যানসারে আক্রান্ত হন। পরিবারে নেমে আসে অন্ধকার; কিন্তু ভুট্টো হাল ছাড়েননি। স্ত্রীর জীবন বাঁচাতে গৃহস্থালি জিনিসপত্র একে একে বিক্রি করেছেন। ধারদেনার বোঝা কাঁধে নিয়েছেন। দিনের পর দিন অন্যের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।

অদম্য চেষ্টা আর আত্মত্যাগের ফল মিলেছিল। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন স্ত্রী। সংসারে তখন যেন নতুন আলো ফুটেছিল। পাঁচ সন্তানের হাসি-খুশিতে জমে উঠেছিল ঘর। প্রতিবেশীরাও বলছিলেন, ভুট্টোর মতো স্বামী ভাগ্যে পাওয়া দুষ্কর।

কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হলো না। গত ১৩ মে রাতে হঠাৎ করেই স্ত্রী সংসার ছেড়ে পালিয়ে যান। স্বামী-সন্তানের দায়িত্ব ফেলে অন্য এক পুরুষের হাত ধরে চলে যান তিনি।

স্ত্রী হারিয়ে পাঁচ সন্তান নিয়ে দিশাহারা আনোয়ার হোসেন ভুট্টো। চোখ ভেজা কণ্ঠে তিনি বলেন, স্ত্রীর জন্য সব দিয়েছি। তাকে ক্যানসারের হাত থেকে ফিরিয়ে এনেছি। অথচ আজ সেই মানুষটাই আমাকে ছেড়ে চলে গেছে। পাঁচ সন্তান সারাদিন মায়ের খোঁজ করে, আমি কী উত্তর দেব? মায়ের অনুপস্থিতিতে ভেঙে পড়েছে সন্তানরা।

স্থানীয়রা জানান, ছোট ছোট বাচ্চারা প্রতিদিন মায়ের জন্য কাঁদে। স্কুলে যেতেও অনীহা তাদের। অনেকে আবার আনোয়ারকে সান্ত্বনা দিয়ে বলছেন—তিনি যেন ভেঙে না পড়েন, সন্তানদের ভবিষ্যতের কথা ভাবেন।

এদিকে স্ত্রী নাসরিন চলে যাওয়ার প্রায় চার মাস হয়ে গেলেও এখনো এলাকাজুড়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। অনেকে বলছেন, ভুট্টোর আত্মত্যাগ ও ভালোবাসা একদিকে যেমন বিরল দৃষ্টান্ত, তেমনি স্ত্রী নাসরিনের চলে যাওয়া সমাজের জন্য এক অশনিসঙ্কেত।

সময় যতই গড়াচ্ছে, ভুট্টো আর তার সন্তানদের কষ্ট যেন আরও বাড়ছে। স্ত্রীকে ফিরে পাওয়ার আশা তিনি প্রায় ছেড়েই দিয়েছেন। তবে সন্তানদের মুখের দিকে তাকিয়ে আবার নতুন করে বাঁচার চেষ্টা করছেন।

স্থায়ীয় ইউপি মেম্বার জসিম উদ্দিন মজুমদার বলেন, ভুট্টো মানুষের কাছ থেকে ধারদেনা করে টাকা-পয়সা নিয়ে স্ত্রীর চিকিৎসা করান এবং স্ত্রী সুস্থ হয়ে বাড়িতেও আসেন। কয়েক দিন পর তার স্ত্রী নাসরিন পাঁচ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। আমরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, তবে সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি, এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম