Logo
Logo
×

সারাদেশ

গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত, আহত ৩

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম

গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত, আহত ৩

ছবি: সংগৃহীত

গাইবান্ধার তুলসীঘাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়ার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মহাসড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকে শ্রমিকরা গাছের গুঁড়ি লোড করছিলেন। এ সময় নারায়ণগঞ্জগামী কাজী লাইন পরিবহণের একটি দ্রুতগামী বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয় এবং আরও তিন শ্রমিক গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম