Logo
Logo
×

সারাদেশ

রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ পিএম

রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মিঠাপুকুরের চেংমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রেজাউল কবির ওরফে টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ সোমবার গভীর রাতে নগরীর আইডিয়াল মোড় থেকে গ্রেফতার করে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান। তিনি জানান, তাকে সোমবার রাত গভীর রাতে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় ওই স্থান থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত টুটুল আওয়ামী লীগের রংপুর মিঠাপুকুর থানা কমিটির সদস্য ও উপজেলার জালাদীপুর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল ফাত্তাহর ছেলে। তার নামে তাজহাট থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মামলা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম