Logo
Logo
×

সারাদেশ

রাজবাড়ীতে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

রাজবাড়ীতে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম

রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা চককেষ্টপুর চকের মাঠে এক স্কুল শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। আহত ফিরোজ হায়দার (৫৬) বানীবহ ইউনিয়নের বার্থা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। 

বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহত ফিরোজ হায়দার রাজবাড়ী পৌর শহরের কাজীকান্দা ৫নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোজাহার উদ্দিনের ছেলে।

আহত ফিরোজ হায়দার বলেন, সকালে তিনি বাড়ী থেকে হাঁটা হাঁটির জন্য বের হলে ৩নং বেড়াডাঙ্গা চককেষ্টপুর গ্রামের মৃত আশরাফ কেরানীর ছেলে মাহফুজ তাকে ডাক দেয়। এরপর সে কোনো কথাবার্তা না বলেই ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

এ ঘটনায় তিনি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

অন্যদিকে স্কুল শিক্ষক ফিরোজ হায়দারকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করাসহ অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবীব, সাবেক আহবায়ক ও বার্থা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আক্কাস আলী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম