রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে একজনের মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে হারুন-উর রশিদ (৫০) নামে একজন মারা গেছেন। শহরের রিজার্ভবাজার এলাকার ১নং ওয়ার্ডের চম্পানিরমার টিলায় এ ঘটনা ঘটে। হারুন ওই এলাকার শামসুল আলমের ছেলে।
শনিবার সকালে তার লাশ উদ্ধার করে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নিজ বাড়ির বারান্দা থেকে পা পিছলে হ্রদের পানিতে পড়ে তিনি নিখোঁজ হন।
পরে রাঙামাটি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হলে আইনগত প্রক্রিয়া নেওয়া হয় বলে জানান ওসি মো. সাহেদ উদ্দিন।
