Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকায় বিএনপি নেতার বিরুদ্ধে নিরীহ এক পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে বারদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. মুছা মিয়ার বিরুদ্ধে নিরীহ ওই পরিবারের জমিতে ইটের দেওয়াল নির্মাণ করে জমি দখলের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগী আবুল হোসেন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করাসহ ১০-১২ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে তদন্তে গেলে পুলিশের সামনেই বারদী ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আব্দুল মতিনকে ওই বিএনপি নেতা ও তার লোকজন পিটিয়ে আহত করে। এ সময় তার কাছ থেকে হামলাকারীরা নগদ ৪৪ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকে পুরো চেঙ্গাকান্দী এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, সম্প্রতি বারদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. মুছা মিয়া আবুল হোসেনের ভাই আলী হোসেনের কাছ থেকে সাড়ে ৩ শতাংশ বাড়ির জায়গা ক্রয় করেন। অভিযোগ উঠেছে, এই ৩ শতাংশ জমি ক্রয় করে তিনি আবুল হোসেনের পরিবারের ২৮ শতাংশ জমি দখলের অপচেষ্টায় লিপ্ত হন। এ নিয়ে নিরীহ আবুল হোসেন ও বিএনপি নেতা মো. মুছা মিয়ার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

এ ব্যাপারে অভিযুক্ত বারদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. মুছা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তাকে হামলা ও মামলা দিয়ে বাড়ি ছাড়া করে রাখা হয়েছিল। ওই সময়ে তিনি এ সম্পত্তি দখলে নিতে পারেননি। বর্তমানের পরিস্থিতি তাদের অনুকূলে থাকায় তিনি দখলে নিচ্ছেন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনা তদন্ত করতে বারদী চেঙ্গাকান্দী এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয়পক্ষকে জমির সঠিক কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম