Logo
Logo
×

সারাদেশ

ভয় দেখিয়ে ধর্ষণ, মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

ভয় দেখিয়ে ধর্ষণ, মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা

তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে জামালউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার তাকে আদালতে পাঠিয়েছে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ।

এর আগে শনিবার রাতে ওই ছাত্রীর নানি বাদী থানায় মামলা করেন। রাতেই উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঠুনঠুনিয়া মসজিদের ক্যাশিয়ার ছিলেন। ঘটনার পর মসজিদের দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করা হয়।

 

জানা যায়, মায়ের মৃত্যুর পর মাদ্রাসার ওই ছাত্রী ছোট থেকেই নানির বাড়িতে বসবাস করে। ১৭  জানুয়ারি সকালে ওই ছাত্রী বাড়ির পাশে অভিযুক্ত জামাল উদ্দিনের বাড়িতে ফ্রিজ থেকে মুরগির মাংস আনতে যায়। এ সময় জামাল উদ্দিন তাকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ভয় দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে জামাল। একপর্যায়ে ওই মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় বিচার শালিসও হয়েছে।

ওসি মুসা মিয়া জানান, আসামি জামালউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম