Logo
Logo
×

সারাদেশ

বাস তল্লাশি করে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Icon

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পিএম

বাস তল্লাশি করে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রংপুরের বদরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ প্রতাপ চন্দ্র দাস ও লাইকুর রহমান নামের দুজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত প্রতাপ চন্দ্র দাস ও লাইকুর রহমান পার্বতীপুর রংপুর মহাসড়কের মুকসুদপুর এলাকায় দিয়ে বাস করে রংপুরের যাওয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রকের একটি দল তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা পান। এ সময় ওই দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী দায়ের করা মামলায় দুজনকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ- সার্কেল মিঠাপুকুর রংপুরের এস এম এলতাস উদ্দিন পরিদর্শক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পার্বতীপুর থেকে রংপুরগামী আদিসা নামের বাসে করে ইয়াবা নিয়ে আসছে। এমন খবর পেয়ে মোকসেদপুর এলাকার গড়ডাংগি চকমনাই নামক জায়গায় বাস তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান জানান, রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রকের একটি দল ১ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করে বদরগঞ্জ থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম