যুবদল নেতা রিপন চন্দ্র দাস গ্রেফতার
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর হাতিয়ায় শারদীয় দুর্গাপূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে তাণ্ডব চালানো যুবদল নেতা রিপন চন্দ্র দাসকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়।
এর আগে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটের একটি ফার্মেসি থেকে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে রিপনকে গ্রেফতার করা হয়।
গত শুক্রবার রাতে পূজার চাঁদা সংগ্রহে না যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ফার্মেসির ভিতরে ঢুকে দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস ও তার সহকর্মী শিপন চন্দ্র দাসের ওপর চড়াও হন রিপন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হঠাৎ দোকানে প্রবেশ করে শিপনকে মারধর করছেন রিপন। ছোটন বাধা দিলে তাকেও একাধিকবার আক্রমণের চেষ্টা করেন তিনি। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হাতিয়া থানা সূত্রে জানা যায়, রিপন চন্দ্র দাস এলাকায় বিভিন্ন সংঘর্ষের মূল ইন্ধনকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দলীয় পরিচয়ের আড়ালে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়রা ভয়ে প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাননি। এমনকি আসন্ন দুর্গাপূজাকে ঘিরে নাশকতারও গোয়েন্দা তথ্য রয়েছে।
হাতিয়া থানা পুলিশের এসআই মুকুল আহমেদ বলেন, ‘রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানিয়েছেন, রিপনের গ্রেফতারের মাধ্যমে এলাকায় দীর্ঘদিনের আতঙ্ক কিছুটা দূর হয়েছে। তবে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে স্থায়ী নিরাপত্তার দাবি জানিয়েছেন।

