|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসী ও মৃতের স্বজনরা হাসপাতালে জড়ো হয়ে জেল পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।
আবু বক্কর সিদ্দিক মুন্না গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।
মৃতের পরিবারের লোকজন বলেন, দীর্ঘদিন তার সঙ্গে কারাগারে কাউকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। তাকে কৌশলে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। তার মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষকে দায়ী করে তাদের শাস্তি দাবি করেন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাইবান্ধা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। ২ সেপ্টেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে গাইবান্ধা কারাগারে পাঠায়। তিনি ছিলেন হার্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। রোববার রাত সোয়া ১২টায় তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর পর কারাগারের নিয়মানুযায়ী সোমবার দুপুরে মৃতের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর বিকালে তার ছেলে রাকিবুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
