Logo
Logo
×

সারাদেশ

ডেঙ্গু জ্বরে মায়ের মুত্যুর পরদিন না ফেরার দেশে মেয়েও

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

ডেঙ্গু জ্বরে মায়ের মুত্যুর পরদিন না ফেরার দেশে মেয়েও

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন মায়ের মুত্যুর পরদিন না ফেরার দেশে পাড়ি জমালেন মেয়েও। রোব ও সোমবার মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা হলেন- জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মন্ডলের স্ত্রী জয়ন্তী মন্ডল (৩৩) ও তার মেয়ে প্রতিভা মন্ডল (৩)।

ঢাকার মহাখালী আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালে সোমবার সন্ধ্যার দিকে জয়ন্তী মন্ডলের মেয়ে প্রতিভা মন্ডল মৃত্যুর কোলে ঢলে পড়েন। রোববার সকালে জয়ন্তী মন্ডলের মৃত্যু হয়।

মঙ্গলবার দুপুরে যুগান্তরকে তাদের দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী সুপ্লব রায়। 

জয়ন্তী মন্ডলের ভাতিজা বিপুল মন্ডল বলেন, সমির মন্ডলের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখান থেকে গত বুধবার জ্বরে আক্রান্ত হয় জয়ন্তী মন্ডল ও তার মেয়ে প্রতিভা মন্ডল। অসুস্থ মা ও মেয়েকে ঢাকার মহাখালী আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। রোববার সকালে জয়ন্তী মন্ডলের মৃত্যুর পরদিন সন্ধ্যায় তার মেয়ে শিশু প্রতিভারও মৃত্যু হয়। 

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ যুগান্তরকে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয়ন্তী মন্ডল ও তার মেয়ে প্রতিভা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এটা সত্যি দুঃখজনক। তবে জ্বর হলে সেটা হেলাফেলা না করে সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম