পদ্মার দুই ইলিশের দাম ১৭৬৪০ টাকা!
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দুটি ইলিশ ১৭ হাজার ৬৪০ টাকায় বিক্রি হয়েছে। মাছ দুটির ওজন ৪ কেজি ২০০ গ্রাম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ এই ইলিশ দুটি বিক্রি করেন।
সম্রাট শাহজাহান যুগান্তরকে জানান, ইলিশ মাছ দুটি তিনি ঘাটের দেলো সরদারের আড়ত হতে নিলামের মাধ্যমে প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে ক্রয় করেন। এরপর অনলাইনে যোগাযোগ করে ইলিশ দুটি প্রতি কেজি ৪ হাজার ২০০ টাকা দরে ১৭ হাজার ৬৪০ টাকায় লন্ডন প্রবাসী এক খদ্দেরের কাছে বিক্রি করে দেন। পরে মাছগুলো বিশেষ ব্যবস্থায় ঢাকায় ওই প্রবাসীর বাসায় পাঠিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, পদ্মা নদীর ইলিশ, চিতল, পাঙ্গাশ, রিঠা, রুই, কাতলাসহ বড় ধরনের মাছের চাহিদা ব্যাপক। এক্ষেত্রে দামটাও একটি বেশিই হয়। তারপরও আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছের জোগান দিতে পারি না। বড় মাছের ছবি ও ভিডিও অনলাইনের শেয়ার দেওয়ার অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়।
