Logo
Logo
×

সারাদেশ

সংবাদ সম্মেলন

পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পিএম

পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ভুক্তভোগী দম্পতির সংবাদ সম্মেলন। ছবি: যুগান্তর

রংপুরের পীরগাছায় বিএনপি নেতার জুলুম, নির্যাতন ও প্রতারিত হয়ে সংবাদ সম্মেলন করেছে এক অসহায় পরিবার। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে পীরগাছা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফাহিমা বেগম (৪৮) ও নজরুল ইসলাম (৫৫) দম্পতি এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

এ সময় তারা দেশের জনগণ, সরকার, প্রশাসন, সাংবাদিকদের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার চান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফাহিমা বেগম বলেন, উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, আহম্মদ আলী মেম্বার আমার আত্মীয়তার সূত্র ধরে গত ২০১৬ সালের ২৬ জুন জমি বন্ধক রাখার নিমিত্তে তিন লাখ টাকা গ্রহণ করে এবং তার স্ত্রীর আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে আমার ব্যবহৃত ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের হার ও ৪ আনার একটি আংটি নিয়ে যায়; যার বর্তমান মূল্য প্রায় আড়াই লাখ টাকা। 

পরে জমি দখল না দিয়ে প্রতি মৌসুমে ফসলের মূল্য অনুযায়ী টাকা দেওয়ার কথা থাকলেও সেটিও দেয়নি এবং আমার ব্যবহৃত স্বর্ণও ফেরত দেয়নি। 

নজরুল ইসলাম বলেন, আমি মালেশিয়ায় ছিলাম। ২০২১ সালে দেশে এলে আমাকে কুমন্ত্রণা দিয়ে সাংসারিকভাবে অশান্তি সৃষ্টি করে আহম্মদ মেম্বার। ২০২৪ সালের শুরুর দিকে আমাকে কাতারে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে, তিন দফায় ৫ লাখ টাকা নেন। 

একাধিকবার ঢাকায় যাতায়াত ও বিভিন্ন প্রশিক্ষণসহ আমার ৬ লক্ষাধিক টাকা খরচ হয়। বিদেশ যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হলে তিনি আমাকে ভিসা দেন। পরে ভিসা যাচাই করে দেখি আহম্মদ মেম্বারের দেওয়া সেই ভিসা জাল। এ কারণে আমি আর কাতারে যেতে পারিনি। 

পরে স্থানীয়দের নিয়ে ভুয়া ভিসা দেওয়ার কারণ জানতে চাইলে বিভিন্নভাবে টালবাহানা শুরু করেন প্রতারক আহম্মদ মেম্বার। একপর্যায়ে অগ্রণী ব্যাংক নেকমামুদ হাট শাখার নিজ নামীয় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার-০৮২০২৮৬৩ এর ১২২২-১৮২৭৫৫২ নাম্বার একটি চেক দেন। চেকটি নগদায়নের জন্য ব্যাংকে গেলে ব্যালেন্স পর্যাপ্ত নেই বলে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করেন। 

আমরা চলতি বছরের ১৭ সেপ্টেম্বর একটি লিগ্যাল নোটিশ দিলে প্রতারক আহম্মদ মেম্বার বিভিন্নভাবে আমাদের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।

তিনি স্পষ্ট করে বলেছেন, আমি ইউনিয়ন বিএনপির সভাপতি, আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করলে দলীয় মামলায় ফেলে দিব। তোরা জানিস না আমি চাইলে দিনকে রাত আর রাতকে দিন বানায় ফেলতে পারি। আমার নামে থানায় অভিযোগ দিয়েও কোনো ফল পাবি না। বিএনপির সভাপতি যতদিন থাকব ততদিন পুলিশ আমার পশমও লড়াইতে পারবে না। 

আহম্মদ মেম্বার বলেন, উকিল নোটিশ ও থানার অভিযোগ প্রত্যাহার করা না হইলে তোদের স্বামী স্ত্রীর লাশও খুঁজে পাওয়া যাবে না। 

এ বিষয়ে জানতে চাইলে তামুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহাম্মদ মেম্বার বলেন, আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা। আমি ওদের মানবতা দেখিয়েছি, এখন ওদের বিরুদ্ধে মামলা করব। 

পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া জানান, অভিযোগের তদন্ত চলছে। এ বিষয়ে পুলিশের যতটুকু করণীয় সেটা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম