Logo
Logo
×

সারাদেশ

মতলবে স্কুলের ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম

মতলবে স্কুলের ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ওই বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির বাংলা বিষয়ের পাঠদানের  সময়ে এ দুর্ঘটনাটি ঘটে।

এ সময় ২য় শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ ও মরিয়ম আহত হয়। বায়েজিদের মাথায় ও মরিয়মের পায়ে আঘাত লাগে।

বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তানহাসহ একাধিক শিক্ষার্থী জানায়, আমাদের বিদ্যালয়ের শ্রেণিতে আগেও একাধিক ছেলে মেয়ে ব্যথা পেয়েছে।  আমাদের ক্লাসের দরজা-জানালা, দেয়ালসহ বিভিন্ন অংশে ভাঙা ও ফাটল রয়েছে।

বাংলা শিক্ষিকা হোসনেয়ারা বলেন, আমি শ্রেণিকক্ষে বাংলা ক্লাশ নেওয়ার সময় হঠাৎ উপর থেকে ভিমের ঢালাইয়ের পলেস্তারা ভেঙে পড়ে। এ সময় দুই শিক্ষার্থী আহত হয়। বিদ্যালয়টি জরাজীর্ণ হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকে। আমরাও বিদ্যালয়ে নিরাপত্তাহীনতার মধ্যে থাকি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। এ বিষয়টি আমি আমাদের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান স্যারকে জানিয়েছি।

নারায়ণপুর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন; কিন্তু আহতের কথা বলেনি। ভানুরপাড়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের ভবনের জন্য আবেদন করা আছে। বরাদ্দ পেলেই ভবন নির্মাণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম