মাদ্রাসাছাত্রীকে নিপীড়ন, শিক্ষককে পুলিশে দিলেন জনতা
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বন্দরের কামতাল এলাকায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক হাফেজ ফুসাইন আহাম্মেদ মাহফুজকে (২৪) স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বন্দরের কামতাল কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ ফুসাইন আহাম্মেদ মাহফুজ এক ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। পরে ছাত্রী মাদ্রাসা থেকে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে ছাত্রীর পরিবার মাদ্রাসায় এসে শিক্ষককে চড়-থাপ্পড় দেন। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকার শত শত লোক জড়ো হয়ে শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে বন্দর থানার এসআই খায়রুল বাশার জানান, ছাত্রীকে যৌন হয়রানির বিষয়ে মামলা নেওয়া হচ্ছে।
