Logo
Logo
×

সারাদেশ

বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপির নবনির্বাচিত কমিটির সভা

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপির নবনির্বাচিত কমিটির সভা

কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার আলেখারচর বিশ্বরোড হোটেল মিয়ামি-২ এ সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও  ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. জসিম উদ্দিন জসিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান। 

সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মো. আমির হোসেন।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম, জাহাঙ্গীর আলম ভূইয়া, কামাল হোসেন, আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক  জামাল হোসেন চৌধুরী, মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, মনির হোসেন ভূইয়া, মনিরুল ইসলাম ভূঁইয়া।

ব্রাহ্মণপাড়া উপজেলা নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি শাহ আলম খোকন, মহসিন কবির সর, রবিউল্লাহ রবি, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ভূইয়া রিপন চেয়ারম্যান, শাহজাহান সাজু, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান জুমান মালদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক ডা. রিজুয়ানুল হক নিরব, সদস্য জালাল উদ্দীন প্রমুখ। 

এ সময় দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরিচিতি সভা শেষে হোটেল মিয়ামি-২ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আগামী ২৭ সেপ্টেম্বর সম্মেলন সফল করার লক্ষ্যে বিশাল মিছিল বের করা হয়। 

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. জসিম উদ্দিন ও বুড়িচং উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নেতৃত্বে আধা কিলোমিটার এলাকায় পদযাত্রা করেন।

এ সময় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। যে কোনো মূল্যে সম্মেলনকে সফল করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম